মেয়েবেলা ধারাবাহিক দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন অভিনেকা অর্পণ ঘোষাল। যদিও বেশিরভাগ লোক তাঁকে চেনেন মেয়েবেলা সিরিয়ালের ডোডো হিসেবে। স্বীকৃতি আর অর্পণের জুটি নিয়ে একসময় কম পাগলামো তো হয়নি। এমনকী, মেয়েবেলা কম টিআরপি-র কারণে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় স্টার জলসাকেই বয়কট করার ডাক দেয় একাংশ।
আপাতত আসছে অর্পণের নতুন প্রোজেক্ট। এতেই সঙ্গী স্বীকৃতিই। 'অলক্ষ্মীজ ইন গোয়া'-র সাফল্যের পর নতুন সিরিজ ‘রাজা রাণী রোমিও’ নিয়ে ফিরলেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েবসিরিজ। ইতিমধ্যে সামনে এসেছে দুজনের লুক।
নিজেদের ওয়েব সিরিজের প্রচারে র্যাপিড ফায়ার খেলছিলেন স্বীকৃতি আর অর্পণ। সেখানে চিরকুটে রিল লাইফের মৌ-এর কাছে প্রশ্ন আসে, ‘খেয়ে বিয়ে করেছিলে নাকি না খেয়ে’। অবিবাহিত স্বীকৃতি ধরিয়ে দেন সেই চিরকুট খানা পাশে থাকা অর্পণের হাতে। আর অমনি অভিনেতাও বলে বসেন, ‘বিয়েতে আমি উপোস করিনি, তাই মনে হয় ভালো বউ পাইনি’।
যদিও পরক্ষণেই শুধরে নেন নিজেকে। বলেন, ‘আমার বউ দেখবে। প্লিজ এটা কেটে দেবেন। বিয়েতে অবশ্যই উপোস করা উচিত। আমি তো উপোস না করেও ভালো বউ পেয়েছি। খুব ভালো বউ পেয়েছি।’
অভিনয়ে অর্পণের শুরুয়াত থিয়েটার থেকে। নাটকের মঞ্চই তাঁর প্রথম ভালোবাসা। মেয়েবেলা-র পর একেধিক ধারাবাহিকের কাজ ফিরিয়েছেন বলেও খবর। কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ ধারাবাহিক থেকে পরিচিত মুখ অর্পণ। মাঝে তাঁকে দেখা গিয়েছে ‘অন্তরমহল’ ওয়েব সিরিজে। এর আগে হইচইয়ে ‘হস্টেল ডেজ’, ‘গভীর জলের মাছ’ সিরিজেও ছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে এত পরিমাণ মহিলা ভক্ত নিয়ে বউয়ের প্রতিক্রিয়া প্রসঙ্গে অর্পণ জানিয়েছিলেন, ‘সে আমাকে স্কুল জীবন থেকে দেখছে। এইসব নিয়ে ওর কোনও প্রতিক্রিয়া নেই। সে জানে… বাজারে বেরিয়ে গিয়েছে যখন বাজারের প্রোডাক্টকে নিয়ে বেশি ভাবনা-চিন্তা করে লাভ নেই (হাসি)। মজাই করে ও, আমাকে কমেন্টগুলো পড়ে শোনায় মাঝেমধ্যে।’
আপাতত ‘রাজা রাণী রোমিও’ নিয়ে উত্তেজনা দর্শকদের মধ্যে। মৌ-ডোডোর জুটি নতুন চেহারায়, নতুন গল্প নিয়ে আসছে বলে কথা! রোম্যান্টিক থ্রিলার ঘরনার ছবি এটি। রয়েছেন জয়জিৎও এই সিরিজে।
এদিকে স্বীকৃতির নতুন ধারাবাহিক মুক্তি পেয়েছে। জি বাংলার নতুন শুরু হওয়া সিরিয়াল আলোর কোলে-তে তিনি রয়েছেন মুখ্য চরিত্রে। এই ধারাবাহিকে আরও রয়েছেন কৌশিক রায়, সোমু সরকার।