‘আরে আরে করো কী! কী করছো মিলিন্দ...’
এক প্রকার আঁতকেই উঠেছেন বিজ্ঞাপনের নির্মাতা। কারণ ভারতের ফ্যাশন জগতের অন্যতম বিখ্যাত পুরুষ মডেল মিলিন্দ সোমন ক্যামেরার সামনে হাজির হয়েছেন একেবারে বিনা পোশাকে। গায়ে সুতোটি নেই! সেভাবেই একটি সোফায় এসে বসেছেন তিনি। আর তাতেই হতবাক সকলে। কিন্তু যিনি এই কাণ্ড ঘটিয়েছেন, তিনি মোটেই হতবাক নন। বরং তাঁর জবাব, ‘সে কী আমি তো ভাবলাম, সবাই যেমন ভাবে, তোমরাও তেমনই ভাবছো। তোমরাও আমায় বিনা পোশাকেই দেখতে চাও।’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো। যদিও এটি মোটেই কোনও লিক হয়ে ছড়িয়ে পড়া ভিডিয়ো নয়। আসলে পুরোটাই চিত্রনাট্য মেনে তৈরি হওয়া একটি বিজ্ঞাপন। বলা ভালো, বিজ্ঞাপনের ভিতরে থাকা বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনটি হল একটি লোম ছাঁটার যন্ত্রের। তবে যে সে লোম ছাঁটার যন্ত্র নয়, এটি দিয়ে ছাঁটা যাবে শরীরের বিশেষ অংশের লোম। যৌনাঙ্গের লোম।
তবে শুধু লোম ছাঁটাই নয়, এই যন্ত্র দিয়ে পুরুষরা পারবেন, ‘ওই এলাকা’র সৌন্দর্যায়নও করতে। এমন বার্তাও দিলেন মিলিন্দ। এমনকী বলেছেন, তিনি নিজে বছর খানেক ধরে ব্যবহার করছেন এই যন্ত্র। আর সুফলও পেয়েছেন।
বেশ কয়েক সপ্তাহ ধরেই যৌনাঙ্গের লোম ছাঁটার এই যন্ত্রের বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার প্রতিটিই রয়েছেন মিলিন্দ। তবে বিনা পোশাকে ক্যামেরার সামনে এসে বসে পড়ার নতুন বিজ্ঞাপন একেবারে হালের। আর এটি আসতেই বিরাট জনপ্রিয় হয়ে গিয়েছে।
এই বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পরে খুবই আহ্লাদিত মিলিন্দের অনুরাগীরা। তাঁদের অনেকেরই মত, এতগুলি বছর পেরিয়ে এসেও সুপার মডেলের সৌন্দর্যে কোন খামতি হয়নি এখনও। এখনও তিনি আগের মতোই পর্দায় এসে আগুন জ্বালিয়ে দিতে পারেন। কেউ কেউ বলেছেন, কীভাবে সৌন্দর্য ধরে রেখে ‘বুড়ো’ হতে হয়, তা শিখিয়ে দিয়েছেন মিলিন্দ সোমন।
একই সঙ্গে আলোচনায় এসেছে ওই বিশেষ যন্ত্রটিও। এমনিতে দাড়ি বা চুল কামানোর জন্য যন্ত্র তো ছিলই। কিন্তু তা বলে শুধুমাত্র যৌনাঙ্গের লোম ছাঁটার যন্ত্র? এমনও যে হতে পারে, তা নিয়ে খুব একটা নিশ্চিত ছিলেন না ভারতীয়রা। তবে অনেকেরই মত, এমন যন্ত্র বহু আগে থেকেই বিদেশের বাজারে পাওয়া যায়। ভারতে নতুন বলেই বিষয়টি আরও বেশি করে প্রচার পাচ্ছে।