বক্স অফিসে প্রথম থেকেই গতি ধীর ছিল মিশন রানিগঞ্জের। তবে দ্বিতীয় সোমবারে এসে তা নেমে এল তলানিতে। ইতিমধ্যেই এই সিনেমাকে নিজের কেরিয়ারের ‘সেরা ছবি’ বলে দিয়েছেন অক্ষয় কুমার। তাঁর কথা থেকে স্পষ্ট বক্স অফিস নম্বর নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন। তবে আশাহত অক্ষয়ের অনুরাগীরা। অগস্ট হিট ওএমজি ২-এর পর মিশন রানিগঞ্জের ব্যর্থতা মানতে কষ্ট হচ্ছে অনেকেরই।
sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে দ্বিতীয় সোমবারেই ১ কোটির নীচে নেমে এল মিশন রানিগঞ্জের আয়। দেশের বাজার থেকে মাত্র ৬৫ লাখ ঘরে তুলল ছবিখানা।
আরও পড়ুন: ‘শাহরুখ খুব দয়ালু, সলমন ছুরির মতো ধারালো’! আমিরকে নিয়ে কী মন্তব্য করিনার?
মিশন রানিগঞ্জ বক্স অফিস কালেকশন
১১ দিনে মিশন রানিগঞ্জের আয় মাত্র ২৮.২৫ কোটি। রিপোর্ট অনুসারে, এই সিনেমার বাজেট ছিল ৫৫ কোটি। তবে বাজার থেকে সেই টাকা ওঠাতে পারবে কি না অক্ষয় কুমারের সিনেমা, তা নিয়ে চিন্তার ভাঁজ সিনে বিশেষজ্ঞদের কপালে।
মিশন রানিগঞ্জের নাম প্রথমে হওয়ার কথা ছিল ক্যাপসুল গিল। পরে তা বদলে রাখা হয় মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ। পরে সেটাও বদলানো হয়। ইন্ডিয়ানের জায়গায় ভারত বসিয়ে দেন নির্মাতারা।
আপাতত হলে চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার। বর্তমানে বলিউডও ফ্রি টিকিটের ব্যবস্থা রাখছে ছবির ব্যবসা পড়ে এলেই। যা ব্যবহার করে লাভের মুখ দেখেছে এর আগে তু ঝুটি ম্যায় মক্কার, জওয়ান-এর মতো সিনেমাগুলি। তবে মিশন রানিগঞ্জের ক্ষেত্রে সেই ট্রিকসও বিশেষ কাজে আসল না।
আরও পড়ুন: টাইগার ৩-র ট্রেলারে পাঠানের উপস্থিতি? শাহরুখের স্মরণাপন্ন ভাইজান! দাবি ভক্তদের
ফুকরে ৩ বক্স অফিস কালেকশন
আপাতত বক্স অফিসে মিশন রানিগঞ্জকে কড়া টক্কর দিচ্ছে ফুকরে ৩। অক্ষয়ের সিনেমার এক সপ্তাহ আগে মুক্তি পেলেও সোমবার এই ছবির আয় সামান্য বেশি। ০.৮৫ কোটি ঘরে তুলল পঙ্কজ ত্রিপাঠি, রিচা চাড্ডা, বরুণ শর্মা, পুলকিত সম্রাটের অভিনীত ছবি। ১৯ দিনে ছবির মোট সংগ্রহ ৯১.৬৮ কোটি।
ফুকরে ৩ ধরাশায়ী করে দিয়েছে বিবেক অগ্নিহোত্রীর ভ্যাক্সিন ওয়ার ছবিটিকেও। কাশ্মীর ফাইলসের সাফল্যের পর অনেকে ভেবেছিলেন ভ্যাক্সিন ওয়ারও বুঝি একই খেল দেখাবে বক্স অফিসে। কিন্তু তা হয়নি। ফুকরে ৩-এর সামনে দাঁড়াতে পারেনি থ্যাঙ্ক ইউ ফর কামিং ছবিটিও।