বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হল ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’। ছোটপর্দায় সুপারস্টারেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল এই মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী-সহ বহু বিখ্যাত ব্যক্তিত্ব।
টিআরপি তালিকায় বেশির ভাগ সময় জুড়েই সেরা থাকা প্রায় নিয়মে পরিণত হয়েছে ছোটপর্দার ধারাবাহিক 'মিঠাই'-এর। সেই ধারা বজায় রেখে ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’ এর সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হলেন ‘মিঠাই’-খ্যাত সৌমিতৃষা কুণ্ডু। মঞ্চে তাঁর হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এরপর 'মিঠাই'-কে হাসিমুখে বুকে জড়িয়ে ধরেন তিনি। মাথা ঝুঁকিয়ে আলতো করে সৌমিতৃষাও জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রীকে। সেই মুহূর্তের দু'টি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আপলোড করেন 'মিঠাই'।
ছবি দুটির সঙ্গে পোস্টে তিনি লিখেছেন, 'আমাদের একান্ত আপন ও সম্মানীয় মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’-র সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করে যারপরনাই দারুণ সম্মানিত।' এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ-এ নিজের পোস্টটি ট্যাগও করেছেন 'মিঠাই'। এবং এরপর থেকেই টলিপাড়ায় উঠেছে ফিসফাস।একই প্রশ্ন ‘মিঠাই’ অনুরাগীদের মনেও। তবে কি তৃণমূল কংগ্রেস-এ যোগদানের জন্য পা বাড়ালেন 'মিঠাই'? ইনস্টাগ্রামে মমতাকে এই পোস্ট ট্যাগ করা কি সেটিরই কোনও ইঙ্গিত? শুরু হয়েছে নানান জল্পনা। যদিও এই গুঞ্জন শুনে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। উল্লেখ্য, এর আগে শ্রীতমা, তৃণা সাহা, লাভলি মৈত্র -র মতো একাধিক বাংলার ধারাবাহিকের জনপ্রিয় মুখ সক্রিয়ভাবে যোগ দিয়েছেন তৃণমূলে।কৌশানী, জুন, সায়নী, রাজ চক্রবর্তীরা আগেই তৃণমূলে যোগ দিয়ে ভোটের টিকিটও পেয়েছেন। তবে কি এবার পালা 'মিঠাই'-এর? আপাতত অপেক্ষা করা ছাড়া এই প্রশ্নের জবাব পাওয়ার অন্য কোনও উপায় নেই।
প্রসঙ্গত, অনুষ্ঠানের মঞ্চে নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনার কারণে ঘরবন্দি মানুষকে বেঁচে থাকার রসদ জুগিয়েছে এই টেলিভিশন। বাড়ির মহিলারা হাতের কাজ সেরে সন্ধে হতেই টিভির সামনে বসে পড়েন। আমিও রাতে সিরিয়াল দেখি।’ সন্ধ্যা মুখোপাধ্যায়কে এদিনের অনুষ্ঠানে স্মরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাহেব চট্টোপাধ্যায় ও ইন্দ্রাণী হালদার।