বাংলা টেলিভিশনের অন্যতম সফল ধারাবাহিক ‘মিঠাই’। চলতি মাসের গোড়াতেই ইতি পড়েছে সিদ্ধার্থ-মিঠাইয়ের গল্পে। তবে সিরিয়াল শেষ হলেও এর রেশ রয়ে গিয়েছে ভরপুর। আদৃত-সৌমিতৃষা জুটির অনস্ক্রিন রসায়ন প্রায় আড়াই বছর মজে থেকেছে গোটা বাংলা। যদিও দুই তারকা অফস্ক্রিন সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই উঠে এসেছে নানান গুঞ্জন। কৌশাম্বির সঙ্গে আদৃত সম্পর্কে জড়ানোয় নাকি মনোমালিন্য হয়েছে আদৃত-সৌমিতৃষার, এমন উড়ো খবর শোনা গিয়েছে। যদিও সবটাই গুজব বলে বরাবর উড়িয়ে দিয়েছেন মিঠাইরানি। আরও পড়ুন-ফের একফ্রেমে ‘মিঠাই’ জুটি! প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাত থেকে সেরার সম্মান সৌমিতৃষার, ভিডিয়ো
সম্প্রতি এক অ্য়াওয়ার্ড শো-এর আসরে হাজির ছিলেন আদৃত-সৌমিতৃষা। মিঠাই জুটি সেখানে ‘সেরা টেলিভিশন জুটি’র পুরস্কার পান। পাশাপাশি জনপ্রিয়তার নিরিখে সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কারও পান দুজনে। টিভি নাইন বাংলার এই অ্যাওয়ার্ড সেরেনামির বেশকিছু ঝলক সৌমিতৃষা নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আগেই শেয়ার করেছিলেন। সম্প্রতি জুটির ফ্যান পেজের দৌলতে সামনে এসেছে মিস্টার অ্যান্ড মিসেস মোদকের কিছু মিষ্টি মুহূর্ত।
একটি ভিডিয়োয় দেখা গেল আপন মনে গল্প করছেন আদৃত ও সৌমিতৃষা। দুজনকে দেখে দৌড়ে আসেন ‘অ্যাঞ্জি’ অর্থাৎ অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্য়ায়। এরপর তিনজনে একসঙ্গেই শেয়ার করলেন উষ্ণ আলিঙ্গন।
সিরিয়ালের শেষদিন দীর্ঘসময় পর একসঙ্গে সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছিল আদৃত-সৌমিতৃষাকে। পরস্পরকে কেক খাওয়ানো থেকে আলিঙ্গন, বেশ কিছু মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল। রটনা যতই থাক, পরস্পরের কাজ নিয়ে তারিফ করতে ভোলেন না দুজনে, এদিনও তেমনটাই দেখা গেল। পুরস্কার হাতে এদিন আদৃত বলেন, ‘গত আড়াই বছরে মিঠাই সিরিয়াল আমাদের দুজনকে বা পরিবারের সকল সদস্যকে যা দিয়েছে তার জন্য আমরা সকলে ঋণী’। পাশ থেকে মিঠাইরানি যোগ করেন, ‘যখন জার্নিটা শুরু করেছিলাম ভাবিনি দর্শক এইভাবে আমাদের উপর ভালোবাসা উজার করে দেবে। সফর শেষে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। সকলে এভাবেই আমাদের কাজের পাশে থাকুক’।
এক কাঁধখোলা, থাই চেড়া লাল গাউনে মোহময়ী অবতারে পাওয়া গেল সৌমিতৃষাকে। খোলা চুল, হালকা মেকআপে এই টেলি সুন্দরী। ছিমছাম অথচ এলিগেন্ট সাজে নিজেকে মেলে ধরলেন নায়িকা। যদিও তাক লাগালো সৌমিতৃষার মুক্তোঝরা হাসি। সৌমিতৃষার পাশে সাদা পাঞ্জাবি আর চুড়িদার পাজামায় আদৃত।
মিঠাই শেষ হওয়ার পর এখন সৌমিতৃষার পাখির চোখ ‘প্রধান’। দেবের নায়িকা হিসাবে তাঁকে দেখতে আগ্রহী সকলে। অন্যদিকে হাতে বেশ কিছু সিরিয়ালের অফার থাকলেও এখনই কিছু সিদ্ধান্ত নেননি সিদ্ধার্থ। পাহাড় থেকে ছুটি কাটিয়ে এসে আপতত নিজের মতো করে সময় কাটাচ্ছেন। আদৃতের সঙ্গে ভবিষ্যতে কাজ করার প্রসঙ্গে সৌমিতৃষা আগেই জানিয়েছেন, ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই একসাথে কাজ করতে আগ্রহী তিনি।
আদৃতের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া চলেনি সোশ্যাল মিডিয়ায়। এই সম্পর্কে হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আদৃতের সঙ্গে আমার প্রথম থেকেই খুনসুটির সম্পর্ক। বিশ্বাস করুন, আমাদের প্রেম-বিচ্ছেদ কোনওদিনই কিছুই হয়নি। একজনের কেউ প্রেমে পড়লে, অপর বন্ধুকে জড়িয়ে নানান রটনার কোনও মানেই নেই! যদিও মানুষ হয়ত জুটিটাকে ভালোবেসে, কল্পনা করেই এগুলো করেন। খুব হাসি পায়। তবে খুব রাগ হয়েছিল যখন দেখেছিলাম কেউ আমার ছবির সঙ্গে অদৃত চুমু খাচ্ছে এমন কিছু জুড়ে বানিয়ে ফেলেছেন। তখন প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম, আপনি তো বেশে ভালো গল্প বানান মশাই, গল্প দিন তাহলে সৎ পথে খেটে খেতে পারবেন। কী যে বলি এদের…।’