বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithai Latest Episode: 'মনোহরা'য় প্রেমের মরশুম! 'ছেলে বনাম মেয়ে'-র লড়াই কী ভাবে থামালো মিঠাই?

Mithai Latest Episode: 'মনোহরা'য় প্রেমের মরশুম! 'ছেলে বনাম মেয়ে'-র লড়াই কী ভাবে থামালো মিঠাই?

ঝগড়া থামল সিড-মিঠাইয়ের।

শ্রীতমার নেতৃত্বে লং ড্রাইভে বেরিয়ে পড়ে মেয়েরা। কিন্তু তখনও মাথায় ছেলেদের বাইক রেসিংয়ের দুশ্চিন্তা কিলবিল করছে মাথায়। সিদ্ধান্ত নেওয়া হয়, কাছেই চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফিরে যাওয়া হবে। তখনই মোক্ষম চালটা চালার প্রস্তুতি নেয় মিঠাই।

মিঠাইয়ের পরিকল্পনা সফল। অবশেষে 'ছেলে বনাম মেয়ে' বিবাদে ইতি টানা গেল। প্রেমের মরশুম ফিরে এসেছে 'মনোহরা'য়।

কী ভাবে এই অসাধ্য সাধন হল?

শ্রীতমার নেতৃত্বে লং ড্রাইভে বেরিয়ে পড়ে মেয়েরা। কিন্তু তখনও মাথায় ছেলেদের বাইক রেসিংয়ের দুশ্চিন্তা কিলবিল করছে মাথায়। সিদ্ধান্ত নেওয়া হয়, কাছেই চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফিরে যাওয়া হবে। তখনই মোক্ষম চালটা চালার প্রস্তুতি নেয় মিঠাই। 'পুলিশ দাদা'কে বলে বেশ কয়েকজন ভুয়ো গুন্ডার বন্দোবস্ত করেছে সে। তারা এসে মেয়েদের বিরক্ত করতেই ছুটে আসবে ছেলেরা। এর পরেই ঝগড়া-বিবাদ ভুলে হবে মিল।

পরিকল্পনা ছিল এমনটাই। কিন্তু তা হল কোথায়! গুন্ডারা আসার আগেই পৌঁছে গেল ছেলেরা। চায়ের দোকানে নিশ্চিন্তে মেয়েদের চা খেতে দেখে খানিক খোঁচাও দিল তাঁদের। তারপরেই বাইক নিয়ে রেসিংয়ের উদ্দেশে রওনা। ছেলেরা চলে যেতেই এলো সাজানো গুন্ডারা। খানিক মিঠাই আড়ালে গিয়ে মিঠাই বুঝিয়ে দিল তাদের কী করতে হবে। তারাও তাদের কাজ শুরু করে। তখনই ফের ঘটনাস্থলে আসে সিদ্ধার্থরা। মেরে তক্তা বানিয়ে দেয় ভুয়ো গুন্ডাদের। শেষমেশ রুডির মধ্যস্থতায় থামে মারপিট। ঝগড়া-বিবাদ মিটিয়ে বাড়ি ফেরে মিঠাইরা।

অবশেষে 'ছেলে বনাম মেয়ে'র লড়াই থামে। রুদ্র আর নীপার প্রেমের গল্পও যেন খানিক গতি পায়। এ বার কোন দিকে এগোবে গল্প? এখন সেটাই দেখার।

বন্ধ করুন