বাংলা নিউজ > বায়োস্কোপ > Happy Birthday Sean Banerjee: টেলিভিশন ছাড়লেন শন? জন্মদিনে এ কী বললেন ‘মন ফাগুন’ তারকা!

Happy Birthday Sean Banerjee: টেলিভিশন ছাড়লেন শন? জন্মদিনে এ কী বললেন ‘মন ফাগুন’ তারকা!

শন বন্দ্যোপাধ্যায় 

Happy Birthday Sean Banerjee: সুপ্রিয়া দেবীর নাতি হিসাবেই তাঁর পরিচিতি ইন্ডাস্ট্রিতে, তবে নিজের অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছেন শন বন্দ্যোপাধ্যায়। আজ বাংলা টেলিভিশনের এই হার্টথ্রব নায়কের জন্মদিন। 

বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক তিনি। ‘আমি সিরাজের বেগম’, ‘এখানে আকাশ নীল’, ‘মন ফাগুন’-- পরপর তিন ধারাবাহিকে বাজিমাত করেছেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। বুধবার এই হ্যান্ডসাম হাঙ্কের জন্মদিন। ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই প্রায় পাঁচ বছর পার করে ফেলেছেন শন, তবে তাঁর বয়স সবে ২৮! 

‘মন ফাগুন’ শেষ হওয়ার পর আপতত টেলিভিশন দেখে দূরে রয়েছেন শন। সুপ্রিয়া দেবীর নাতির জন্মদিনটা কেমন কাটছে? মঙ্গলবার মধ্যরাত থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারকা। রাতে বন্ধুদের সঙ্গে জমজমাট উদযাপন চলেছে। এমনিতে নিজের জন্মদিন পালনে খুব বেশি আগ্রহী নন মেয়েদের হার্টথ্রব 'ডাঃ উজান'। তবে বন্ধুরা আয়োজনে খামতি রাখেনি। তাঁদের সঙ্গে দেদার আড্ডা আর খাওয়া-দাওয়া করেই কেটেছে সময়।

আরও পড়ুন-শেষ ২ বছরের সফর! হঠাৎ বন্ধ করা হল এই জনপ্রিয় মেগা, শেষ সম্প্রচার কবে? 

বুধবার গোটা দিন পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেতা। রাতে ডিনারে মা আর দিদিকে নিয়ে বাইরে যাবেন। ‘মন ফাগুন’-এর পর বছর ঘোরার পালা, একের পর এক নতুন সিরিয়াল আসছে টেলিভিশনে। স্টার জলসাতেও পরপর নতুন মেগার ছড়াছড়ি কিন্তু শনের কামব্যাকের খবর মিলছে না কেন? কারণ খোলসা করেন অভিনেতা নিজেই। আনন্দবাজারকে শন জানান, ‘আমি সিরিয়াল থেকে একটু বিরতি নিয়েছি এই মুহূর্তে। অন্য মাধ্যমগুলোতে পরীক্ষা-নিরীক্ষা চালাতে চাই’। 

লক্ষ্য পূরণের পথে অবিচল তিনি তা স্পষ্ট। আগামী মাসেই মুক্তি পাবে তাঁর ওয়েব সিরিজ ‘হানিমুন’। ক্লিকের এই সিরিজে ঐশ্বর্য সেনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বড় পর্দায় কাজের অভিজ্ঞতা রয়েছেন শনের। তাও আবার নেগেটিভ চরিত্রে, পাশাপাশি এসকে মুভিজের একটি ছবিতে খুব শীঘ্রই নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। যেখানে ‘রানিমা’ দিতিপ্রিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন শন। ছবির শ্য়ুটিং হয়েছে লন্ডনে। পরিচালক রবীন নাম্বিয়ারের এই ত্রিকোণ সম্পর্কের গল্পে দেখা মিলবে ঋষভ বসুরও। সবমিলিয়ে বড়পর্দা আর ওটিটি প্ল্যাটফর্ম নিয়েই আপতত ব্যস্ত শন। তাই মেগা সিরিয়ালে তাঁকে দেখতে লম্বা অপেক্ষা করতে হবে ভক্তদের, তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন নায়ক। 

আরও পড়ুন- জন্মদিনটা বরবাদ! সিঁড়ি থেকে পড়ে চোট পেয়েছেন সুদীপা, মাকে কী উপহার দিল আদিদেব?

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন