‘এটা টিভি শো নয়, সিনেমায় কাজের ধরন এক্কেবারেই আলাদা।’ থ্রি ইডিয়টসের শ্যুটিংয়ের সময় এভাবেই মোনা সিং-কে কড়া কথা শুনিয়েছিলেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে, আমিরের আচরণ নিয়েই মুখ খুলেছেন মোনা।
সম্প্রতি ‘মেড ইন হেভেন সিজন-২’তে অভিনয় করেছেন মোনা সিং। যে ওয়েব সিরিজটি জনপ্রিয়তাও পেয়েছে। আর তাই মেড ইন হেভেন সিজন-২ নিয়েই এক সাক্ষাৎকারে হাজির ছিলেন মোনা সিং অর্থাৎ একসময়ের টেলিভিশনের 'জাসসি'। থ্রি ইডিয়টস ছবিতে করিনা কাপুরের বোনের ভূমিকায় দেখা গিয়েছিল মোনা সিংকে। ছবিতে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানের সঙ্গে কাজের অভিজ্ঞাতা জানিয়েছেন মোনা।
আরও পড়ুন-Gadar 2: খরা কাটিয়ে বক্স অফিসে ঝড়, সানি দেওলের Gadar 2-র এমন সাফল্য়ের কারণ কী?
মোনা জানান, ‘শ্যুটিংয়ের আগে টিমের অন্যান্যদের সঙ্গে মহড়া চলত। যখন আমি থ্রি ইডিয়টস-এর শুটিং শুরু করলাম, তখনই আমি প্রথমবার পুরো টিমের সঙ্গে দেখা করলাম। আমির স্যারকেও দেখলাম এবং আমার মনে হল, ওহ মাই গড, উনি কী করছেন? আমরা প্রায় ১০০বার রিহার্সাল করেছিলাম। আর প্রত্যেকবারই আমির স্যার ভিন্ন কিছু বিষয় নিয়ে হাজির হতেন। একজন টিভি অভিনেতা হিসেবে আমি রিহার্সালে অভ্যস্ত ছিলাম না। একটানা রিহার্সালে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং প্রশ্ন করে বসি কেন আমরা এত রিহার্সাল করছি?’
মোনা জানান, তাঁর এমন প্রশ্ন শুনে আমির জবাব দিয়েছিলেন, ‘মোনা এটা একটা সিনেমা। এটা কোনও একটি টিভি শো নয় যে আগামীকালই একটি পর্ব দেখা যাবে। এটা আগামী বছর মুক্তি পাবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমরা দিনে একটি দৃশ্য করব।'
২০২২-এ ‘লাল সিং চাড্ডা’তে আমিরের সঙ্গে কাজ করেছিলেন মোনা সিং। প্রসঙ্গত, জোয়া আখতার এবং রীমা কাগতি পরিচালিত ‘মেড ইন হেভেন সিজন ২’-তে ওয়েডিং প্ল্যানার বুলবুল জৌহরির ভূমিকায় অভিনয় করেছিলেন মোনা সিং।