বাংলা নিউজ > বায়োস্কোপ > Monica, O My Darling: হুমা-রাজকুমারের নাচে মুগ্ধ দর্শক, প্রকাশ্যে 'মনিকা, ও মাই ডার্লিং'- এর ট্রেলার

Monica, O My Darling: হুমা-রাজকুমারের নাচে মুগ্ধ দর্শক, প্রকাশ্যে 'মনিকা, ও মাই ডার্লিং'- এর ট্রেলার

প্রকাশ্যে 'মনিকা, ও মাই ডার্লিং'- এর ট্রলার

Monica, O My Darling: মুক্তি পেতে চলেছে রাজকুমার রাওয়ের মনিকা ও মাই ডার্লিং। তার আগে প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চে মাতলেন টাইটেল ট্র্যাকের তালে।

রাজকুমার রাও তাঁর নতুন ওটিটি রিলিজ নিয়ে আসতে চলেছেন। মনিকা, ও মাই ডার্লিং ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এবার সামনে এল মনিকা, ও মাই ডার্লিং ছবির ট্রেলার। ফার্স্ট লুকেই এই ছবি দর্শকদের মন জিতেছে, বাড়িয়েছে উত্তেজনার পারদ। অভিনয়ে রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যাবে হুমা কুরেশি এবং রাধিকা আপ্তেকে। এই ছবি দর্শকদের পুরনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে দেবেন বলেই দাবি করা হয়েছে ছবি নির্মাতাদের তরফে।

এই ছবিতে ধরা পড়বে লালসা, মোহ, ব্ল্যাকমেইল, বিশ্বাসঘাতকতা, রক্তারক্তি দৃশ্য, ইত্যাদি। ছবির নির্মাতারা জানিয়েছেন এই ছবি আদতে একটি ক্রাইম থ্রিলার যেখানে রয়েছে অন্ধকার জগতের নানান কাহিনী। ছবিতে দেখা যাবে একাধিক টুইস্ট। এই সব কিছুকে মোকাবিলা করে কী করে বেঁচে থাকা যায় সেটাই দেখাবে এই ছবি।

হুমা কুরেশি, রাজকুমার রাও এবং রাধিকা আপ্তে তিনজনেই চেষ্টা করছেন রেট্রো ফিল ফিরিয়ে আনতে এই ছবির মাধ্যমে।

এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছবির তিন প্রধান অভিনেতা উপস্থিত ছিলেন। আর সেখানে গিয়ে তিনজনেই নেচে মন জয় করে নিলেন উপস্থিত সমস্ত দর্শকদের। মনিকা, ও মাই ডার্লিং ছবির টাইটেল ট্র্যাকে তাঁদের নাচতে দেখা যায়। তিন অভিনেতার সঙ্গে দর্শকরাও দারুন মজা করেন।

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে রাজকুমার রাও একটি নীল রঙের টিশার্ট পরেছিলেন, সঙ্গে জিন্স। অন্যদিকে হুমা কুরেশি পরেছিলেন একটি ফ্লোরাল প্রিন্টেড টপ এবং জিন্স। রাধিকাকে দেখা গেল সাদা শার্ট এবং কালো কোট এবং প্যান্টে।

এখন কেবল ছবিটির মুক্তির অপেক্ষা। আগামী ১১ নভেম্বর ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। ভাসান বালা এই ছবির পরিচালনা করেছেন। তিনি এর আগেও মর্দ কো দর্দ নেহি হোতা নামক একটি ওটিটি রিলিজ উপহার দিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। সেটাও হিট করেছিল। এবার দেখার পালা এই ছবি কেমন ফল করে।

বন্ধ করুন