কয়েকদিন আগেই দ্য কাশ্মীর ফাইলস, গদর ২, কেরালা স্টোরি-র মতো সিনেমা-কে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করে বিতর্ক কুড়িয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। বলিউডের একাংশের কঠোর নিন্দের মুখে পড়তে হয়েছিল তাঁকে। আর এখন প্রবীন অভিনেতা জানালেন তিনি এসএস রাজামৌলির অস্কার-জয়ী সিনেমা আরআরআর এবং অল্লু অর্জুনের পুষ্পা দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু পর্দার সামনে বসে থাকতে পারেননি!
এক সংবাদমাধ্যমে নাসিরুদ্দিনকে বলতে শোনা যায়, তরুণ প্রজন্মের উপর তাঁর অগাধ আস্থা রয়েছে যে, রামপ্রসাদ কি তেহেরভি এবং গুলমোহরের মতো সিনেমাগুলি ঠিক নিজেদের গ্রহণযোগ্যতা পাবে। তিনি মনে করেন, তরুণ প্রজন্ম বর্তমানে অনেক বেশি সচেতন ও অনেক বেশি জানে। আরও পড়ুন: ‘পাগলামির লক্ষণ!’, নাসিরুদ্দিনকে নিয়ে বাড়ছে বিতর্ক, সরব কেরালা স্টোরির পরিচালক
এরপর আরআরআর ও পুষ্পা সম্পর্কে কথা বলতে গিয়ে নাসিরুদ্দিন বলে ওঠেন, ‘রোমাঞ্চ ছাড়া ওই সিনেমাগুলিতে আপনি আর কী বা পাবেন আমি কল্পনাও করতে পারি না।’ এরপরই তিনি জানিয়েদেন RRR আর পুষ্পা তিনি দেখার চেষ্টা করেছিলেন কিন্তু দেখতে পারেননি। তবে মনি রত্নমের পেন্নিয়ান সেলভান দেখেছেন। নাসিরের মতে, ‘খুব দক্ষ একজন চলচ্চিত্র নির্মাতা। আর সবচেয়ে বড় কথা কোনও এজেন্ডা নেই।’
ফেব্রুয়ারির শুরুতে, নাসিরুদ্দিনকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল তামিল, কন্নড়, মালায়ালম, তেলেগু ইন্ডাস্ট্রি থেকে যে সিনেমাগুলি তৈরি করা হচ্ছে তা অনেকবেশি মৌলিক, হিন্দি সিনেমার থেকে। দক্ষিণের চলচ্চিত্রগুলির গল্প বোকাবোকা হতে পারে, তবে সেগুলির সম্পাদনা বরাবরই ত্রুটিহীন। আরও পড়ুন: ‘জাতীয়তাবাদের অর্থ কী?’, নাসিরকে ‘সন্ত্রাসের সমর্থক’ বলেছ বিবেক, খোঁচা নানা-রও
বিতর্কিত মন্তব্য করে খবরে আসা নাসিরুদ্দিনের কাছে নতুন কোনও ঘটনা নয় একেবারেই। তা সে সরকারের বিরুদ্ধে হোক, বলিউডের বড় বড় পরিচালকদের নামে বা ভারত-পাক সম্পর্ককে নিয়ে। নাসিরের এই স্বভাব নিয়ে মুখ খুলেছিলেন তাঁর স্ত্রী রত্না পাঠক শাহ। বছরখানেক আগে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ভয় হয় কোনওদিন লোক বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাবে, পাথর ছুঁড়ে মারতে। আর তাছাড়া কাজও তো আজকাল পেতে খুব সমস্যা হচ্ছে।’
যদিও রত্না মনে করেন সত্যি কথা স্পষ্ট করে বলারও প্রয়োজন আছে। তাঁর মতে, ‘দুনিয়ায় কী ভুল হচ্ছে সেটা যদি কেউ আঙুল দিয়ে না দেখায় তাহলেও তো মুশকিল। কীভাবেই বা তাহলে উন্নতি হবে।’