সামাজিক বিয়ের পর ২ বছরও কাটল না, দক্ষিণী ‘সুপারস্টার’ নয়নতারা ও তাঁর পরিচালক স্বামী ভিগনেশ শিবনের সুখের স্বর্গে কি ভাঙন ধরল? ইতিমধ্যেই এমন জল্পনায় সরগরম দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। রেডিটে ভাইরাল হওয়া একটা পোস্ট বলছে সোশ্যাল মিডিয়ায় স্বামী ভিগনেশ শিবনকে আনফলো করেছেন নয়নতারা।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। শুধু আনফলো করার খবরই নয়, নিজের ইনস্টাস্টোরিতে মন খারাপ করা একটা পোস্ট শেয়ার করেছেন নয়নতারা। আর তাতেই শাহরুখের 'জওয়ান' নায়িকার বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ঠিক কী লিখেছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা?
নয়নতারা লেখেন, মেয়েটি জলভরা চোখে চিরকালই বলতে চেয়েছে যে ‘আমি এটাই পেয়েছি’।
এদিকে নয়নতারা তাঁর পরিচালক স্বামীকে আনফলো করলেও তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিগনেশ শিবনকে নিয়ে করা পুরনো পোস্টগুলি এখনও রয়ে গিয়েছে। গত সপ্তাহেও নয়নথারা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কালো ও সাদা ছবি শেয়ার করেন, যাতে তাঁকে ভিগনেশের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যিনি নয়নতারাকে নিজের বাহুতে জড়িয়ে রেখেছিলেন। নয়নথারা যখন কিছুই লেখেননি, তিনি তার গল্পের সাথে প্রতীক কুহাদের গান খো গেয়ে হাম কাহান সংযুক্ত করেছিলেন।
শুধু তাই নয়, চলতি ভ্যালেন্টাইনস ডে-তেও স্বামীকে ভালোবাসা জানিয়ে পোস্ট করেছিলেন নয়নতারা। লিখেছিলেন, ‘আমি তোমাকে কতখানি ভালোবাসি, তা তুমি কোনওদিনই বুঝতে পারবে না। তবে আমি প্রতিদিনই তোমাকে আমার ভালোবাসার আঁচে পোড়াব।’
প্রসঙ্গত ২০২২-এর ৯ জুন পরিচালক ভিগনেশ শিবনের সঙ্গে দক্ষিণী রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছিলেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। আর বিয়ের চার মাসের মাথাতেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হওয়ার খবর দেন নয়নতারা। তা নিয়ে সারোগেসি আইন ভাঙার বিতর্কেও জড়িয়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী। তবে পরে জানা যায়, সামাজিক বিয়ের ছ'বছর আগেই রেজিস্ট্রি সেরে রেখেছিলেন নয়নতারা এবং ভিগনেশ। তাই বিতর্ক থেকে সে যাত্রায় মুক্তি পেয়েছিলেন তাঁরা।
তারপর দুসন্তানকে নিয়ে সুখেই কাটছিল দক্ষিণী তারকার। হঠাৎ কী এমন হল নয়নতারা ও ভিগনেশের মধ্যে, যে স্বামীকে আনফলো করেছেন অভিনেত্রী? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেনঅনুরাগীরা।