বাংলা নিউজ > বায়োস্কোপ > Nayanthara: বিয়ের ৪ মাসের মাথায় যমজ সন্তানের মা, ২য় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে আনফলো করলেন নয়নতারা! কী আবার ঘটল?

Nayanthara: বিয়ের ৪ মাসের মাথায় যমজ সন্তানের মা, ২য় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে আনফলো করলেন নয়নতারা! কী আবার ঘটল?

নয়নতারা ও ভিগনেশ

হ্য়াঁ, ঠিকই শুনছেন। শুধু আনফলো করার খবরই নয়, নিজের ইনস্টাস্টোরিতে মন খারাপ করা একটা পোস্ট শেয়ার করেছেন নয়নতারা। আর তাতেই শাহরুখের 'জওয়ান' নায়িকার বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ঠিক কী লিখেছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা?

সামাজিক বিয়ের পর ২ বছরও কাটল না, দক্ষিণী ‘সুপারস্টার’ নয়নতারা ও তাঁর পরিচালক স্বামী ভিগনেশ শিবনের সুখের স্বর্গে কি ভাঙন ধরল? ইতিমধ্যেই এমন জল্পনায় সরগরম দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। রেডিটে ভাইরাল হওয়া একটা পোস্ট বলছে সোশ্যাল মিডিয়ায় স্বামী ভিগনেশ শিবনকে আনফলো করেছেন নয়নতারা।

হ্য়াঁ, ঠিকই শুনছেন। শুধু আনফলো করার খবরই নয়, নিজের ইনস্টাস্টোরিতে মন খারাপ করা একটা পোস্ট শেয়ার করেছেন নয়নতারা। আর তাতেই শাহরুখের 'জওয়ান' নায়িকার বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ঠিক কী লিখেছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা?

নয়নতারা লেখেন, মেয়েটি জলভরা চোখে চিরকালই বলতে চেয়েছে যে ‘আমি এটাই পেয়েছি’।

আরও পড়ুন-অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের মঞ্চে 'আগুন'! কিন্তু আম্বানিদের হবু বউমার নাম একী উচ্চারণ করলেন রিহানা?

<p>নয়নতারার ইনস্টাস্টোরি</p>

নয়নতারার ইনস্টাস্টোরি

<p>রেডিট পোস্ট</p>

রেডিট পোস্ট

এদিকে নয়নতারা তাঁর পরিচালক স্বামীকে আনফলো করলেও তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিগনেশ শিবনকে নিয়ে করা পুরনো পোস্টগুলি এখনও রয়ে গিয়েছে। গত সপ্তাহেও নয়নথারা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কালো ও সাদা ছবি শেয়ার করেন, যাতে তাঁকে ভিগনেশের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যিনি নয়নতারাকে নিজের বাহুতে জড়িয়ে রেখেছিলেন। নয়নথারা যখন কিছুই লেখেননি, তিনি তার গল্পের সাথে প্রতীক কুহাদের গান খো গেয়ে হাম কাহান সংযুক্ত করেছিলেন।

শুধু তাই নয়, চলতি ভ্যালেন্টাইনস ডে-তেও স্বামীকে ভালোবাসা জানিয়ে পোস্ট করেছিলেন নয়নতারা। লিখেছিলেন, ‘আমি তোমাকে কতখানি ভালোবাসি, তা তুমি কোনওদিনই বুঝতে পারবে না। তবে আমি প্রতিদিনই তোমাকে আমার ভালোবাসার আঁচে পোড়াব।’

প্রসঙ্গত ২০২২-এর ৯ জুন পরিচালক ভিগনেশ শিবনের সঙ্গে দক্ষিণী রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছিলেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। আর বিয়ের চার মাসের মাথাতেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হওয়ার খবর দেন নয়নতারা। তা নিয়ে সারোগেসি আইন ভাঙার  বিতর্কেও জড়িয়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী। তবে পরে জানা যায়, সামাজিক বিয়ের ছ'বছর আগেই রেজিস্ট্রি সেরে রেখেছিলেন নয়নতারা এবং ভিগনেশ। তাই বিতর্ক থেকে সে যাত্রায় মুক্তি পেয়েছিলেন তাঁরা। 

তারপর দুসন্তানকে নিয়ে সুখেই কাটছিল দক্ষিণী তারকার। হঠাৎ কী এমন হল নয়নতারা ও ভিগনেশের মধ্যে, যে স্বামীকে আনফলো করেছেন অভিনেত্রী? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেনঅনুরাগীরা।

বায়োস্কোপ খবর

Latest News

কোহলি যেভাবে লড়াইটা করে মনে হয় ভাবনা চিন্তায় ও যেন অস্ট্রেলিয়ান: স্টিভ স্মিথ ‘দেরি হয়ে যাবে, জোর করে মেয়ের দেহের ডিসচার্জ সার্টফিকেটে সই করান TMC কাউন্সিলর’ একটি ডিমেই হয়ে যাবে কামাল, চুল ঘন আর সিল্কি করার জন্য মাখুন এই হেয়ার মাস্ক 'মেয়ের দেহ দখল করতে জোর করে কাগজে সই করিয়েছিল পুলিশ' প্রকাশ্যে ‘দেবরা পার্ট ১’ ট্রেলার! জুনিয়র এনটিআর-সইফ-জাহ্নবীর সিনেমায় হতাশ দর্শক গ্যাস নাকি মাইক্রোওয়েভ? কোনটায় খাবার গরম করা ভালো ব্যবসা বাড়াতে ও পেশাগত জীবনে সাফল্য পেতে কী করবেন রাধা অষ্টমীতে জেনে নিন FIFA WC 2026: ৫৭ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল আইওএস 18 সোমবার মুক্তি পাচ্ছে, তবে আইফোন ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য আইওএস 17 এ আটকে থাকতে পারবেন ডাক্তার ‘দাদা-দিদিদের’ জন্য খাবার আনল ফাইভের ছাত্র; জল, ORS দিয়ে গেলেন মানুষ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.