বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Craze in Kolkata: জওয়ান-এর ভোর ৫টার শো হাউসফুল! শাহরুখের জন্য রাত জাগল কলকাতা, ছবি দেখলেন নীল-তৃণা

Jawan Craze in Kolkata: জওয়ান-এর ভোর ৫টার শো হাউসফুল! শাহরুখের জন্য রাত জাগল কলকাতা, ছবি দেখলেন নীল-তৃণা

জওয়ান আবেগে ফুটছে কলকাতা 

Jawan Craze in Kolkata: বৃষ্টি উপেক্ষা করেই থিয়েটারের বাইরে ভিড় শাহরুখ ভক্তদের। ‘জওয়ান’-এর জন্য ভোর ৫টা থেকে শো শুরু কলকাতায়। 

অবশেষে হাজির সেই বহুপ্রতিক্ষীত ৭ই সেপ্টেম্বর। বৃহস্পতিবার মুক্তি পেল জওয়ান। শাহরুখ খানের ছবি মানেই তিলোত্তমাবাসীর কাছে বাড়তি উন্মাদনা। কারণ কিং খানের কলকাতা কানেকশনের কথা কারুর অজানা নয়, তবে এবার যেন শাহরুখ আবেগ ছাপিয়ে গেল সবকিছু। ‘জওয়ান’ দেখতে রাত জাগল কলকাতা। বৃহস্পতিবার ভোর ৫টায় কলকাতায় অনুষ্ঠিত হল ‘জওয়ান’-এর প্রথম শো, সেই শো যে হাউসফুল তা বলে দিতে হবে না নিশ্চয়!

শাহরুখের ‘জবরা ফ্যান’ নীল-তৃণা। এদিন ভোর পাঁচটা বাজার আগেই মিরাজ সিনেমা হলে হাজির তাঁরা। প্রিয় হিরোর ছবি প্রথম ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেই হবে! নীল জানালেন- ‘এই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড। আমি নিশ্চিত এটা সুপার-ডুপার হিট হবে’। তৃণার কথায়, ‘শাহরুখের ছবি প্রথমদিন মিস করা যাবে না। শাহরুখ খান নামটাই উচ্চারণেই একটা আলাদা ভালো লাগা, ছোট থেকে আমি শাহরুখ ভক্ত। শাহরুখের জন্য ভোর-রাত যখন হোক আসতে পারি। এটাই তো ভালোবাসা’। কলকাতায় এসআরকে ফ্যানক্লাবের সদস্যরা এদিন হলে পৌঁছেছিল হল। শাহরুখ ধ্বনিতে মুখরিত প্রেক্ষাগৃহ।

<p>শাহরুখের ছবি দেখতে ভোর ৫টাই আগেই থিয়েটারের হাজির নীল-তৃণা (নিজস্ব চিত্র)</p>

শাহরুখের ছবি দেখতে ভোর ৫টাই আগেই থিয়েটারের হাজির নীল-তৃণা (নিজস্ব চিত্র)

আট মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীও হাজির শাহরুখের ‘জওয়ান’ দেখতে। শাহরুখের অন্ধ ভক্ত তথা কলকাতা ফ্যানক্লাবের অন্যতম উদ্যোক্তা সুর্যেন্দ্র বাগচি। দু-দিন আগেই টুইটে শাহরুখ জবাবও দিয়েছেন তাঁকে। জানালেন- ‘এইভাবেই ফিরে আসা যায়, এই স্টেটমেন্ট দিতেই এখানে আসা। আজ আমাদের উৎসব।’ খবর, প্রথম দিনই বাংলায় কমপক্ষে ৩.৫ কোটি টাকার ব্যবসা করবে ‘জওয়ান’।

আজ উৎসব শুধু কলকাতায় নয়, দেশজুড়ে শাহরুখ ভক্তরা রাত জেগেছে। অগ্রিম বুকিংয়ে এসআরকে নিজের কামব্যাক ছবি ‘পাঠান’কেও টেক্কা দিয়েছে ‘জওয়ান’। ফিল্ম ও বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান জানাচ্ছেন, মুক্তির আগেই ছবিটি বিশ্বব্যাপী ৫১.১৭ কোটি টাকা আয় করে ফেলেছে। অর্থাৎ এক্ষেত্রে মুক্তির আগেই 'পাঠান'-এর রেকর্ড ভেঙে ফেলেছে 'জওয়ান'। কারণ, মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিং-এর মাধ্যমে 'পাঠান' আয় করেছিল ৩২ কোটি টাকা। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ।

আক্ষরিক অর্থে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান’। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালিতে মুক্তি পেয়েছে এই ছবি। পরিচালক অ্যাটলির এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো দক্ষিণী তারকাদের। রয়েছেন সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরাও। বিশেষ চরিত্রে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের। আশা করা হচ্ছে, প্রথম দিনেই 'জওয়ান' ১০০ কোটি টাকা আয় করবে। প্রথম সপ্তার শেষে এই ছবির আয় হবে ৩০০ কোটি টাকা।

বন্ধ করুন