বাংলা নিউজ > বায়োস্কোপ > Soumi Chakraborty-Neem Phuler Madhu: ‘এতদিন সুযোগ হয়নি…’, পৃথ্বীশের সঙ্গে প্রেমে শিলমোহর নিম ফুলের মধুর ‘রুচিরা’ সৌমির!

Soumi Chakraborty-Neem Phuler Madhu: ‘এতদিন সুযোগ হয়নি…’, পৃথ্বীশের সঙ্গে প্রেমে শিলমোহর নিম ফুলের মধুর ‘রুচিরা’ সৌমির!

টলিপাড়ার চর্চিত জুটি পৃথ্বীশ আর রুচিরা। 

সৌমি আর পৃথ্বীশকে নিয়ে চর্চা বহুদিন ধরেই চলছে। তবে এতদিন কাজ চালিয়ে এসেছেন ‘বেস্ট ফ্রেন্ড’ বলেই। চর্চিত প্রেমিকের জন্মদিনেই কি তাহলে প্রেমে শিলমোহর দিলেন নিম ফুলের মধু-র রুচিরা!

নিম ফুলের মধু-তেও এখন চলছে রুচিরার বিয়ের ট্র্যাক। দেখা যাচ্ছে দত্ত বাড়ির ছোট ছেলে চয়নকে ভালোবাসে পর্নার বান্ধবী। তবে বাড়িতে গিয়ে চয়ন বিয়ের কথা জানাতেই লেগে যায় অশান্তি। এমনকী, অপমান করা হয় রুচিরার মা-বাবাকেও। তারপর থেকে রুচিরার বাবা আর চাইছে না তাঁদের মেয়ে চয়নকে বিয়ে করুক। কারণ, দত্ত বাড়িতে যখন অখিলেশ দত্ত মানে চয়নের বাবা অপমান করে তাঁদের মেয়েকে, তখন চয়ন চুপ করে তা দেখেছে। হবু বউয়ের এত অপমানে একটাও কথা বলেনি সে।

এদিকে রুচিরা অর্থাৎ অভিনেত্রী সৌমি চক্রবর্তী প্রেমে শিলমোহর দিল বাস্তবেও। পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। দুজনের রোম্যান্টিক রিলে ছয়লাপ ইনস্টাগ্রাম আর ফেসবুক। যাই হোক, পৃথ্বীশের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়েই এতদিন গোপন করে রাখা কথাগুলো এসে গেল মুখে।

সৌমি তাঁর আর পৃথ্বীশের ছবি শেয়ার করে লিখলেন, ‘কিছু ছবি যেগুলো কোনদিন পোস্ট করার সুযোগ হয়নি… যাইহোক আজ সুযোগ পেলাম।’ সঙ্গে জুড়লেন, ‘আজ তোমার জন্মদিন। এরকম দিন বারবার ফিরে আসুক। খুব উপভোগ করো, ভগবান তোমার সহায় হোক। অনেক খুশি থাকো জীবনে আর ভালো মানুষ হও। কেরিয়ারে ভালো করে প্রতিষ্ঠিত হও। সবসময় আমি পাশে ছিলাম, আছি আর থাকব। অনেক ভালোবাসা।’

পেশায় কনটেন্ট ক্রিয়েটার পৃথ্বীশ। ইনস্টায় তাঁর ফলোয়ার সংখ্যা দু লাখ ছুঁইছুঁই। এর আগে পৃথ্বীশকে ‘বেস্ট ফ্রেন্ড’ বলেছিলেন সৌমি। তবে তা হজম হয়নি কারওরই। এবারেও পৃথ্বীশের সঙ্গে ছবি শেয়ার করতেই ‘বেস্ট জুটি’-র তকমা দিয়ে দিল নেটপাড়া।

এক ভক্তর মন্তব্য, ‘তোমাদের একসঙ্গে অসাধারণ লাগে। একে-অপরকে কমপ্লিমেন্ট করো। বেস্ট জুটি’। আরেকজন লিখলেন, ‘সঙ্গে আই লাভ ইউটা জুড়ে দিলেই তো পারতে!’ তৃতীয়জন লিখলেন, ‘নিশ্চয়ই এতদিন লুকিয়ে প্রেম চলছিল। তাই সুযোগ পাওনি’। চতুর্থজনের মন্তব্য, ‘দুজনেই কি মিষ্টি। বেস্ট কাপল’। 

ছোট পর্দার জনপ্রিয় মুখ সৌমি। তার মিষ্টি হাসি ঘায়েল করে দর্শকের মন। এর আগে কাজ করেছেন রাধা, কী করে বলব তোমায়, করুণাময়ী রানি রাসমনি, মহাপীঠ তারপীঠ, পিলু, কাদম্বিনী-র মতো একগুচ্ছ বাংলার জনপ্রিয় ধারাবাহিকে। ইনস্টায় অভিনেত্রীকে ফলোয়ার্সের সংখ্যা ৩ লাখের উপরে।

এর আগে শেহনওয়াজ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন সৌমি। কিন্তু যা ভেঙে যায় বছরখানেক আগেই। তারপর সোশ্যাল মিডিয়া থেকে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সব ছবি সরিয়ে দেন সৌমি। এখন দেখার, পৃথ্বীশের সঙ্গে সম্পর্ক কতদূর গড়ায়।

 

বায়োস্কোপ খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.