বলিউড থেকে যে কয়জন তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে আমন্ত্রণ পেয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি। ২০২১ সালে রাজস্থানে চার হাত এক হয়েছিল তাঁদের। তবে এই দুই তারকার প্রেমের শুরুটা কীভাবে হয়েছিল, তা জানা নেই অনেকেরই। সম্প্রতি একি সাক্ষাৎকারে বন্ধুদের প্রেমের ব্যাপারে তথ্য দিলেন নেহা।
দ্য উইক ম্যাগাজিনের সঙ্গে একটি সাম্প্রতিক কথোপকথনে নেহা ধুপিয়া ফাঁস করেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের রোম্যান্সের প্রাথমিক পর্যায়। ‘প্রথমবার যখন আমি ক্যাটরিনার কাছ থেকে এটি শুনেছিলাম, তখনই আমি কিছু বুঝতে পেরেছিলাম। অঙ্গদ প্রথমবারেই বুঝতে পেরেছিল যখন সে এটি ভিকির কাছ থেকে শুনেছিল।’ আর তাঁরা দুজনেই বুঝতে পেরেছিলেন ভিকি-ক্যাটরিনা ‘রব নে বানায়া’ জোড়ি। একসঙ্গে হবেনই এই দুই তারকা।
ভিকি এবং ক্যাটরিনার বিয়ের কথা স্মরণ করতে গিয়ে নেহা উল্লেখ করেন দুজনের আতিথেয়তা। অতিথিদের উষ্ণভাবে স্বাগত জানানো, ডান্স পারফরমেন্সের জন্য কোরিওগ্রাফারের বন্দোবস্ত, সব দিকে নজর ছিল বরের। তিনি এই উদযাপনকে, দুই সংস্কৃতির সুন্দর সংমিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ইংল্যান্ডের অতিথিরা একটি প্রাণবন্ত পঞ্জাবি ব্যান্ডের বাজনায় দুর্দান্ত উপভোগ করেছিল।
নেহা আরও বলেন, উরি দেখে নাকি ভিকি কৌশলের কাজ মনে ধরেছিল ক্যাটরিনার। সেটা জানিয়েছিলেন নেহাকে ফোনে। তাঁর কথায়, ‘আমার পেটের মধ্যে তখন প্রজাপতি উড়ছিল’ (উত্তেজিত হয়ে পড়েছিলাম)।
ক্যাটরিনা-ভিকির বাড়ির ক্রিসমাস পার্টির উল্লেখও করেন তাঁরা। অঙ্গদ বর্ণনা করেন, কীভাবে ক্যাটরিনা কাইফ ক্রিসমাসের সময় একটি দুর্দান্ত স্প্রেড প্রস্তুত করেছিলেন। মেনুতে টার্কি, মাছ সহ বিভিন্ন ধরণের খাবার ছুল এবং বিভিন্নখাদ্যতালিকায় নিরামিষ এবং গ্লুটেন-মুক্ত খাবারের বিকল্পও ছিল। অঙ্গদ উল্লেখ করেন যে, ক্যাটরিনা দায়িত্ব নেওয়া মানে সেই ব্যাপারে নাক গলান না ভিকিও।
আর ভিকি যদি দায়িত্বে আসেন, তাহলে সেখানে থাকবেই পাঞ্জাবি জিভে জল আনা সমস্ত খাবার। আর সেই সব খাবারে জমিয়ে ব্যবহার করা হয় ঘি, মাখন। স্বাদেও মশলাদার।
রাজস্থানের ফোর্ট বারওয়ারা ভাড়া করে, ২০২১ সালের ৯ ডিসেম্বর ধুমধাম করেই বিয়ে করেছিলেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। খুব সামান্য নিমন্ত্রিত ছিলেন এখানে। তবে গাঁটছড়া বাঁধার আগে, নিজেদের ডেটিংয়ের খবর নিশ্চিত করেননি তাঁরা। কাজের সূত্রে, ভিকিকে শেষ দেখা গিয়েছিল মেঘনা গুলজারের স্যাম বাহাদুর ছবিতে ও রাজকুমার হিরানি-র ডাঙ্কিতে। আর ক্যাটরিনার মেরি ক্রিসমাস ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতিই।