তাঁদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই। বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করে এখন অনেকের চোখে খলনায়ক পরমব্রত। তাঁর বিরুদ্ধে ‘বউ চোর’ তকমা সেঁটে দেওয়া হয়েছে। কিন্তু সে-সব বিতর্ককে থোড়াই কেয়ার, নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন টলিপাড়ার নবদম্পত। আপতত মধুচন্দ্রিমায় দুজনে।
গত সোমবার ভোররাতে সামনে এসেছিল পরমব্রতর বিয়ের খবর। গোপনে বিয়ে সেরেই হাসপাতাল ভর্তি হন পিয়া। কিডনি স্টোনের অপারেশন সেরে বাড়ি ফিরেছিলেন গত ২৯শে নভেম্বর। একটু রেস্ট নিয়েই সোজা বিদেশে পাড়ি দিলেন দুজনে। মধুচন্দ্রিমা থেকে ছবিও শেয়ার করেন পরমের প্রিয়া! কোথায় হানিমুনে গেলেন তাঁরা?
এই মুহূর্তে ডাবলিনে রয়েছেন দুজনে। লিফি নদীর তীরে অবস্থিত আয়ারল্যান্ডর রাজধানীতে এখন চুটিয়ে এনজয় করছেন তাঁরা। ইতিমধ্যেই ক্রিসমাসের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে ইউরোপে। ডাবলিনের বিখ্যাত মালাহাইড ক্যাসেলের টুকরো ছবি এদিন নিজের ফেসবুকে তুলে ধরেন পিয়া। তাতে উঠে এল ক্রিসমাস ট্রি। ক্যাপশনে লেখা- ‘ডাবলিনে ইতিমধ্যেই ক্রিসমাসের মরসুম’।
অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি পোস্ট করেন পরমব্রতর ঘরণী। তাতে কালো হাইনেক গেঞ্জির উপর লং কোট পরে দেখা গেল পিয়াকে, মাথায় টুপি, হাতে গ্লাভস। ডাবলিনের ঠাণ্ডা থেকে বাঁচতে উষ্ণ পানীয় চুমুক দিচ্ছেন। পরমব্রত অবশ্য সোশ্যালে নিজের ব্যক্তিগত জীবনের ঝলক একেবারেই পোস্ট করেন না। এবারও তার অন্যথা হল না।
আগামিকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবার উদ্বোধনী মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় পরমব্রতকে। তবে এবার তিনি কিফের ওপেনিম সেরেমানিতে থাকছেন না, তা জানা গিয়েছিল আগেই। সেই থেকেই শুরু হয়েছিল হানিমুনের জল্পনা, বউকে নিয়ে ছুটি কাটাতে যাবেন বলেই এবার ছবি উৎসব থেকে একটু দূরে পরমব্রত। তবে খবর, উৎসবের শেষদিনের অনুষ্ঠান সঞ্চালনা করবেন নায়ক।
গত সোমবার যোধপুরপার্কের বাড়িতে সইসাবুদ করে বিয়েটা সেরে ফেলেন পরমব্রত-পিয়া। দু-বছর ধরে গোপনে প্রেমপর্ব চলছিল। দীর্ঘ কেরিয়ারে অজস্র নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে পরমব্রতর। ডাচ সুন্দরী ইকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে বসতেও বসা হয়নি। শেষপর্যন্ত পিয়ার চোখেই নিজের সর্বনাশ দেখেছেন পরমব্রত! ৪৩ বছর বয়সে আইবুড়ো নাম ঘোচালেন নায়ক।
বিয়ে সেরে সোশ্যালে সব কৌতুহলের উত্তর দিয়ে পরমব্রত পিয়ার সঙ্গে ছবি পোস্ট করেন। টিএস এলিয়টের কবিতা ধার করে জানান, ‘আকাশের বুকে যখন সন্ধে নামে তখনই আমাদের পথচলা শুরু হোক’।
বিয়ের পর মিডিয়ার মুখোমুখি হয়ে পরমব্রত বলেছিলেন, ‘বিয়েটা প্রথম থেকেই খুব প্রাইভেট রাখতে চেয়েছি। একেবারে ঘরোয়াভাবে অনুষ্ঠান হয়েছে। যে ফর্মালিটিগুলো থাকে আর কী, রীতি মেনে কিছু হয়নি। এখন এক বন্ধুর বাড়িতে ইনভাইট করেছে, সেখানে যাচ্ছি। দেখি পরে বড় করে কিছু করার ইচ্ছে রয়েছে’।