সুকেশ চন্দ্রশেখর মামলায় তৎপরতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। ইকোনমিক অফেন্স উইং-এর এক টিম সম্প্রতি তিহার জেলে নিয়ে গেল দুই বলিউড অভিনেত্রী নিকি তম্বোলি এবং সোফিয়া সিং-কে। সূত্রের খবর ক্রাইম সিনের নাট্য রূপান্তরের জন্যই জেলে নিয়ে যাওয়া হয়েছিল দুই অভিনেত্রীকে। জেলে বসেই কেমনভাবে নিজের সম্রাজ্য চালালেন ‘কনম্যান’ সুকেশ তা জানতে চায় পুলিশ।
২০০ কোটির প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর জেলে থাকাকালীন সেখানে ডেকে পাঠাতেন বলিউড নায়িকাদের। ইডি সূত্রে খবর, নিকিতা (ওরফে নিকি) তম্বোলি, চাহাত খান্না, সোফিয়া সিং, আরুশা প্যাটেল- এই চার সুন্দরী সুকেশের সঙ্গে তিহার জেলে গিয়ে দেখা করেছিল। সুকেশের সহকারী পিঙ্কি ইরানি এই চারজনের সঙ্গে জেলে সুকেশের সাক্ষাৎ-এর ব্যবস্থা করেছিলেন। সুকেশের সঙ্গে সাক্ষাৎ করে মোটা টাকা এবং দামী দামী উপহার পেয়েছিলেন তাঁরা।
সংবাদ সংস্থা পিআইকে পুলিশের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সুকেশ যবে থেকে জেলবন্দি রয়েছে তিহার জেলের সুকেশের কুঠুরি বেআইনি কার্যকলাপের ঠেকে পরিণত হয়েছে। জেল আধিকারিকদের মদতে সবটা ঘটাতেন সুকেশ।
দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, গত শনিবার তিহার জেলে নিয়ে যাওয়া হয় নিকি তম্বোলি এবং সোফিয়াকে। কীভাবে চলত সাক্ষাৎ প্রক্রিয়া সবটা খতিয়ে দেখেন আধিকারিকরা। বিগ বস-সহ বেশ কিছু রিয়ালিটি শো-এর অংশ থেকেছেন নিকি, অন্যদিকে হিন্দির পাশাপাশি তেলুগু ছবিতেও কাজ করেছেন সোফিয়া। নাট্য রূপান্তরের গোটা প্রক্রিয়া ক্যামেরাবন্দি করা হয়েছে।
আপতত দিল্লির তিহার জেলেই বন্দি সুকেশ চন্দ্রশেখর। ১০টির বেশি অপরাধমূলক মামলা দায়ের রয়েছে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের আইন দফরের আধিরাকিক সেজে রানব্যাক্সির মালিক শিবিন্দর সিং-এর স্ত্রী অদিতি সিং-এর থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন সুকেশ। জেলবন্দি শিবিন্দরের জামিনের ব্যবস্থা করে দেওয়ার টোপ দিয়ে এই তোলাবাজি করেছিলেন সুকেশ, বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এখনও পর্যন্ত এই মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ, নোরা ফতেহি-সহ প্রাক্তন টিভি অ্যাঙ্কর পিঙ্কি ইরানি এবং জ্যাকলিনের স্টাইলিস্টকে জেরা করেছে দিল্লি পুলিশ।
২০০ কোটির প্রতারণার মামলায় সবচেয়ে বেশি বিপদে বলিউড অভিনেত্রী জ্যাকলিন। দিল্লি হাইকোর্টে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের কালিমালিপ্ত অতীতের কথা জেনেও কেবলমাত্র টাকার লোভের তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হন অভিনেত্রী।
তদন্তকারীদের ঘনঘন জেরায় গ্রেফতারির ভয়ে ছিলেন অভিনেত্রী। সোমবারম পাতিয়ালা হাউজ কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান জ্যাকলিন। অন্তর্বর্তী জামিনের জন্য ৫০,০০০ টাকা জমায়েত রাখতে হয়েছে জ্যাকলিনকে। মামলার পরের শুনানি হওয়ার কথা ২২ অক্টোবর।