পছন্দের ধারাবাহিক বা শো-র ফলাফল টিআরপি তালিকাতে কেমন হচ্ছে, তা আজকাল জানার আগ্রহ আট থেকে আশি সকলের। সোম থেকে শুক্র, ডেইলি সোপ দেখার জন্য যেমন অধীরে অপেক্ষা করেন বাঙালি, তেমনই রমরমা রিয়েলিটি শো-গুলিরও। যদিও আপাতত শুধু জি বাংলাতেই চলছে রিয়েলিটি শো, স্টার জলসা সেই সময় তাদের সিরিয়ালগুলিই চালাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, কে কাকে টক্কর দিয়ে গেল নম্বরে।
নন ফিকশনের রেসে ধরা ছোঁয়ার বাইরে দিদি নম্বর ১। রচনা বন্দ্যোপাধ্যায় সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করলেও, এখন তাঁর ধ্যানজ্ঞান সবটাই টিভি। বিগত বছর দশেক ধরে তিনি টেলিভিশনের এই গেম শো সঞ্চালনা করছেন। মাঝে রচনার জায়গায় বেশ কিছু মুখ এসেছিল। কিন্তু তাঁরা কেউই অভিনেত্রীর মতো মনে জায়গা করতে পারেনি বাংলার কোণায় কোণায়। গত সপ্তাহে দিদি নম্বর ১-এর প্রাপ্ত নম্বর ৬.৭।
আরও পড়ুন: এবারের চমক গীতা এলএলবি, হারিয়েই দিল জগদ্ধাত্রীকে? অনুরাগকে টেক্কা নিম ফুলের
পিছনেই রয়েছে দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন কামাল করেছিলেন ক্রিকেট পিচে, তেমনই ক্যামেরার সামনেও দাদা সমানভাবে সাবলীল। তবে চলতি সিজনে যেন কিছুতেই দাদা পাল্লা দিয়ে উঠতে পারছে না দিদির সঙ্গে। নম্বরে বারবার পিছিয়ে পড়ছে। দিদি নম্বর ১-এর প্রাপ্ত নম্বর ৬.৭।
আরও পড়ুন: একসঙ্গে সেলফি, ছবিতে মন্তব্য, রাজের ‘বাবলি’তেই দেখা যাবে সৌমিতৃষাকে? এল জবাব
অন্য দিকে, ঘরে ঘরে জি বাংলা-র নম্বর বরাবরের মতো এবারেও কম। মাত্র ১.৪ পেয়েই খুশি থাকতে হল অপরাজিতা আঢ্য ও বিশ্বনাথ বসুকে।
নন ফিকশন টিআরপি-র তালিকা-
- ঘরে ঘরে জি বাংলা ১.৪
- দিদি নং ওয়ান (সানডে ধামাকা) ৬.৭
- দাদাগিরি ৫.৭
- সানডে ফিকশন (জলসা) ৬.০
- শনি-রবি(জলসা ফিকশন) ৫.২
নন ফিকশনে চলতি সপ্তাহে প্রথম স্থান দখলে রেখেছে জি বাংলার জগদ্ধাত্রী। খানিক পিছনেই যৌথভাবে দুই নম্বর স্থান দখল করেছে স্টার জলসার গীতা এলএলবি ও জি বাংলার ফুলকি। তিন নম্বর দখলে রেখেছে জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। আর চারে উঠে এসেছে স্টার জলসার একসময়ের টানা বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। পঞ্চম স্থান দখলে রেখেছে কথা। এটিও স্টার জলসাতেই সম্প্রচারিত হচ্ছে গত বছরের শেষ থেকে। তবে এই প্রথম এল টিআরপি-র সেরা পাঁচে।