বাংলা নিউজ > বায়োস্কোপ > বিগ বসে মায়ের খেতাব জয়ের আনন্দে কেঁদে ভাসাচ্ছেন পলক, সান্ত্বনা সলমনের, ভাইরাল পুরনো ভিডিয়ো

বিগ বসে মায়ের খেতাব জয়ের আনন্দে কেঁদে ভাসাচ্ছেন পলক, সান্ত্বনা সলমনের, ভাইরাল পুরনো ভিডিয়ো

বিগ বসে মায়ের খেতাব জয়ের আনন্দে কেঁদে ভাসাচ্ছেন পলক, সান্ত্বনা সলমনের

Salman Khan With Palak Tiwari: বিগ বস ৪ -এর একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে সলমন খানকে পলক তিওয়ারির সঙ্গে দেখা যাচ্ছে। বিগ বসের সেবারের সিজন জিতেছিলেন পলকের মা শ্বেতা তিওয়ারি।

ইদ উপলক্ষ্যে গত শুক্রবার ২১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেল ভাইজানের নতুন ছবি কিসি কা ভাই কিসি কি জান। ফারহাদ সামজির এই ছবি দিয়েই বলিউডে পা রাখলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে, পলক তিওয়ারি। সম্প্রতি পলক এবং সলমনের একটি পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে বিগ বস ৪ -এর ফিনালের সেটে পলক এবং সলমন খানের প্রথম আলাপের দৃশ্য দেখা যাচ্ছে। সেবারের বিগ বস সিজন শ্বেতা তিওয়ারি জিতেছিলেন।

এত বছর পর, ২০১১ সালের সেই পুরোনো ভিডিয়ো ক্লিপ রেডইটের একটি পেজ বলি ব্লাইন্ডস এন গসিপে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। এখানে প্রথমবার পলক আর সলমনের দেখা হওয়ার মুহূর্তটি ধরা পড়েছে। পলক সেদিন ফিনালেতে উপস্থিত ছিলেন। আর তাঁর সামনেই তাঁর মা সেই সিজনের খেতাব জেতেন। ভিডিয়োতে শ্বেতাকে আনন্দের কান্না কাঁদতে দেখা যাচ্ছে। সঙ্গে তাঁর মা এবং মেয়ে পলককেও দেখা যায় স্টেজে। পলকও কাঁদছিলেন। এরপর সলমন পালককে জড়িয়ে ধরেন এবং তাঁকে কাঁদতে মানা করেন।

এই ভিডিয়োতে অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'এটা আমার সব থেকে পছন্দের বিগ বস সিজন ছিল।' আরেকজন লেখেন, 'সলমন যেমন বলেছিলেন, উনি সত্যি খুব ভালো বাবা হতে পারবেন। এখানে কোনও প্রতিযোগিতা নেই। উনি শিশুদের সঙ্গে সব থেকে ভালো থাকেন।'

কিসি কা ভাই কিসি কি জান ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন পলক। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাচ্ছে ভেঙ্কটেশ দাগ্গুবাতি, রাঘব জুয়েল, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, পূজা হেগড়ে, প্রমুখকে। কেবল পালক নন, শেহনাজও এই ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখলেন। যদিও তিনি ছোটপর্দায় বেশ জনপ্রিয়।

পলক তিওয়ারি সম্প্রতি চর্চায় উঠে আসেন তাঁর এক মন্তব্যের কারণে। তিনি বলেছিলেন সলমনের নাকি একটা নিয়ম আছে যে মহিলারা কীভাবে সেটে পোশাক পরবেন আর পরবেন না সেই বিষয়ে। যদিও পরে তিনি বলেন তিনি যেটা বলতে চেয়েছেন সেটা সবাই ভুল বুঝেছেন। এবং নিজের বক্তব্যের সাফাই দেন অভিনেত্রী।

বন্ধ করুন