বাংলা নিউজ > বায়োস্কোপ > OMG 2 Audience Reaction: হিট তকমা জুটল অক্ষয়ের কপালে! ওএমজি ২ দেখে হল থেকে বেরিয়ে কী বলছে দর্শকরা?

OMG 2 Audience Reaction: হিট তকমা জুটল অক্ষয়ের কপালে! ওএমজি ২ দেখে হল থেকে বেরিয়ে কী বলছে দর্শকরা?

দর্শকরা কী বলছে ওএমজি ২ দেখে?

রিপোর্ট অনুসারে ওএমজি ২-এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি। অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠির সিনেমা দেখে হল থেকে বেরিয়ে কী প্রতিক্রিয়া দিলেন দর্শকরা?

১১ অগস্ট শুক্রবারে মুক্তি পেয়েছে ওএমজি ২। চলতি বছরের বহু আলোচিত ও অপেক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম অক্ষয় কুমারের এই সিনেমা। যা ২০১২ সালের হিট ওএমজি-র সিক্যুয়েল। ওএমজি ২-তে আছেন অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম। কেমন লাগছে এই ছবি দর্শকদের। চলুন জেনে নেওয়ার যাক তাঁদেরই মুখ থেকে।

Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে ওএমজি ২-এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি। ওহ মাই গড ২ ছবিতে শিব হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। আর পঙ্কজ ত্রিপাঠি হলেন একজন শিবভক্ত। শিক্ষাব্যবস্থার সঙ্গে আইনি লড়াইয়ে নামবেন মনোজ ত্রিপাঠি। তার চরিত্রের নাম কান্তি শরণ মুগদল। ছবিতে রয়েছেন ইয়ামি গৌতম, উকিলের চরিত্রে। আরও পড়ুন: কারও হাতে হাতুড়ি, তো কারও হ্যান্ডপাম্প! ‘গদর ২’ দেখতে হলে পাগলামি সানি-ভক্তদের

হল থেকে বেরনো এক তরুণী জানালেন, ‘মাস্ট ওয়াচ। মা-বাবাদের তো দেখাই উচিত। আমি তো বলব সব বয়সের মানুষদের জন্য পারফেক্ট এই সিনেমা।’ হল থেকে বের হওয়া এক স্বামী-স্ত্রী জানালেন, ‘আজকের দিনে দাঁড়িয়ে যৌন শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুলগুলিতে এটা আবশ্যক করা জরুরি। খুব ভালো বার্তা দিয়েছে ওএমজি ২।’

আরেক দর্শক নির্মাতাদের বাহবা দিয়ে জানালেন, ‘রহস্য আছে। হাস্যরস আছে, সামাজ সংস্কারের বার্তা আছে। সব মিলিয়ে দুর্দান্ত ছবি বানানো হয়েছে। খুব টানটান।’ আরেকজন বললেন, ‘সেক্স এডুকেশনের সঙ্গে ঠাকুর দেবতা মিলিয়ে ছবি বানানোর জন্য সাহস লাগে। সঙ্গে চেষ্টা করা হয়েছে ভাল্গারিটি থেকে দূরত্ব বজায় রাখার। এই কারণে নির্মাতাদের তারিফ করতেই হবে।’ আরও পড়ুন: দিশা পাটানির সঙ্গে বিচ্ছেদের পর দিশা ধনুকাকে মন দিয়েছেন টাইগার? কী এই মেয়ের পেশা

সব মিলিয়ে দর্শক বলছে অক্ষয়-পঙ্কজ-ইয়ামির ওএমজি ২ ‘পয়সা উসুল’ সিনেমা। যদিও ব্যবসার অঙ্কে এই ছবি অনেকটাই পিছিয়ে আছে চলতি সপ্তাহে মুক্তি পাওয়া গদর ২-এর থেকে। যা ঘরে তুলেছে ৫৫ কোটি। তবে আশা রাখা যাচ্ছে, শুক্র আর শনিবারে ওএমজি ২-এর আয় আরও বাড়বে।

অন্য দিকে, এই দুই হিন্দি ছবিকে কিন্তু কড়া টক্কর দিচ্ছে দক্ষিণী সিনেমা জেলর-ও। বৃহস্পতিবার প্রিমিয়ার হয়েছিল রজনীকান্তের এই সিনেমার। সেই ছবি দেখার জন্য তামিলনাড়ু ও কর্নাটকে হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় ৫৫ কোটির ব্যবসা করে প্রথম দিনেই। তামিলনাড়ু এবং কর্নাটকের বেশ কিছু স্কুল, কলেজ ও অফিস ছুটিও ঘোষণা করেছিল বৃহস্পতিবারে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা।

 

 

 

বন্ধ করুন