ইদ মানেই নতুন জামা। বাদ নেই সোফিয়া আনসারিও। নেটপাড়ার নতুন সেনসেশন ইদের সাজেও রাখলেন চমক। না পোশাকে নয়, সোফিয়ার পোশাক পরার ধরন দেখে হয়রান সকলে। উরফির মতো পোশাকে কারিকুরি না থাক, হটনেসে উরফিকে টেক্কা দিতে ওস্তাদ এই কন্যে। ইদের দিন উরফির মতো বিকিনি নয়, সাবেকি সাজেই ধরা দিলেন সোফিয়া আনসারি। রুপোলি জরির কাজে সাজানো নীল রঙা কুর্তা আর লেহেঙ্গায় দিয়ে অনাবৃত শরীর ঢাকলেন তিনি, আর সবটাই হল ক্য়ামেরার সামনে। না কোনও ট্রানজিশনের খেল নয়, স্তন যুগল একহাতে চেপে অন্য হাতে পোশাক দিয়ে ‘অর্ধনগ্ন’ শরীর ঢাকলেন সোফিয়া। ইদের দিনেও পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়ালেন তিনি।
ডিপ নেকলাইনের কুর্তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সোফিয়ার সুডৌল বক্ষযুগল। খোলা চুল, কানে সিলভার ঝুমকা আর হাতে সুবিশাল আংটিতে ঝলমলে সোফিয়া। গলা একদম খালি, হাতে ওড়না ফেলে এক পাক ঘুরে দেখালেন সোফিয়া। চাঁদ রাতে হাতে মেহেন্দি লাগাতেও ভোলেননি, সেই ঝলকও উঠে এল এদিন।
ইদের সাজ ক্য়ামেরার সামনেই সম্পূর্ণ হল সোফিয়ার। ভিডিয়ো পোস্ট করে নিজের ৯০ লক্ষ ফলোয়ারকে ‘ইদ মুবারক’ জানালেন ‘উরফি ২.০’। অভিনয়ের দুনিয়ায় পা রাখেননি সোফিয়া, তাঁর একমাত্র পরিচিতি তিনি সোশ্যাল মিডিয়া স্টার। অর্ধ অনাবৃত শরীর থেকে হামেশাই ছলকে পড়ে উচ্ছ্বল যৌবন। নিন্দকরা যদিও বলেন, শরীরই হল সোফিয়ার ইউএসপি, এর বাইরে তাঁর দৌড় নেই।
গুজরাতের এই ইনফ্লুয়েন্সারের কনটেন্ট একদম গরমাগরম, যাকে বলা যায় 'টু হট টু হ্যান্ডল'! খোলামেলা পোশাকে নিজের অবাধ্য যৌবন মেলে ধরেন সোফিয়া, কখনও তাঁর সুডৌল স্তন তো কখনও গোলাকার মসৃণ-নিতম্ব তুলে ধরেন সোফিয়া। সঙ্গে উদ্দাম নাচ। একটা সময় টিকটকের সুবাদে আলোচনার শীর্ষে উঠে এসেছিলেন সোফিয়া, এখন ইনস্টা-ইউটিউবের জগত কাঁপাচ্ছেন। কখনও বিকিনিতে নিজেকে মেলে ধরেন, আবার কখনও বিনা অন্তর্বাসে ছবি পোস্ট করে নেটপাড়ায় আগুন জ্বালান সোফিয়া।
১৮ বয়স হতে না হতেই ভাগ্যান্বেষণে বের হন সোফিয়া। কাজের সূত্রে গুজরাতের মেয়ে সোফিয়া নাকি বেশ কয়েক বছর পশ্চিমবঙ্গেও ছিলেন বলেও জানা যায়। ‘উড়তা পাঞ্জাব’ ছবির ‘ইক কুড়ি’ গানে নেচে লাইমলাইটে উঠে এসেছিলেন সোফিয়া। এরপর ২০২০ সালে ‘এম এক্স টকাটক’-এর শো'র সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পান সোফিয়া। খোলামেলা পোশাক পরার জন্য সোশ্যাল মিডিয়ায় হামেশাই অকারণে ট্রোলের শিকর হন সোফিয়া। যদিও ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ এই সুন্দরী। তাঁর স্পষ্ট বার্তা, ‘বয়েই গেল’।