বাংলা নিউজ > বায়োস্কোপ > 'গঙ্গু'-কে দেখার জন্য বুক গোটা হল! বউ না আলিয়া,কাকে বেশি ভালবাসেন এই অভিনেতা?

'গঙ্গু'-কে দেখার জন্য বুক গোটা হল! বউ না আলিয়া,কাকে বেশি ভালবাসেন এই অভিনেতা?

'গঙ্গু'-র লুকে আলিয়া ভাট (বাঁ দিকে), স্ত্রী-এর সঙ্গে পাকিস্তানি অভিনেতা মুনিব বাট।

জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা মুনিব বাট 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিটি দেখার জন্য গোটা সিনেমা হল বুক করে নিয়েছেন।

বক্স অফিসে চূড়ান্ত সফল হওয়ার পাশাপাশি ছবি সমালোচকদের তরফেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। যদিও আলিয়া ভাট অভিনীত এই ছবি মাসখানেক আগেই মুক্তি পেয়েছিল, তবু 'গঙ্গুবাই' নিয়ে উন্মাদনা এখনও পুরোপুরি মরেনি। অন্তত সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে সেই আঁচই পাওয়া গেল। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা মুনিব বাট তাঁর স্ত্রীর সঙ্গে 'গঙ্গুবাই' ছবিটি দেখার জন্য গোটা সিনেমা হল বুক করে নিয়েছেন!

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি গ্যালাক্সি ললিউড নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, যে অ্যাকাউন্টটি থেকে পাকিস্তানের বিনোদন জগতের খবর শেয়ার করা হয়। সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা ' মুনিব বাট শুধুমাত্র তাঁর স্ত্রী ঐমান খান-এর সঙ্গে বসে 'গঙ্গুবাই' ছবিটি দেখবেন বলে আস্ত সিনেমা হল ভাড়া করে নিয়েছেন।' শোনা যাচ্ছে, দুবাইয়ে এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি।

ওই ভিডিয়ো থেকেই স্পষ্ট তা মুনিব-এর ইনস্টাগ্রাম স্টোরি থেকে শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এই জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা চোস্ত উর্দুতে তাঁর স্ত্রীকে বলছেন, 'তুমি গঙ্গুবাই দেখবে বলে আমি আস্ত সিনেমা হল বুক করে নিয়েছি তোমার জন্য। এবার যদি তোমার এই ছবি ভালো না লাগে, তাহলে আবার আমাদের 'ইয়ে না থি হামারি কিসমত' ধারাবাহিকের শেষ পর্বটি দেখতে হবে।' স্বামীর মুখে এই কথা শোনামাত্রই হাসিমুখে তাঁর দিকে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা গেল ঐমান-কে। প্রসঙ্গত, ওই ধারাবাহিকটির মুখ্যভূমিকায় অভিনয় করেন মুনিব নিজেই।

ইতিমধ্যেই, ভিডিয়োটি হু হু করে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে। কেউ গোটা ব্যাপারটিকে মিষ্টি বলছেন তো আবার কেউ বলছেন, 'ফাঁকা নয়, লোকজনভর্তি সিনেমা হলেই তো ছবি দেখে আসল মজা পাওয়া যায়!'

বন্ধ করুন