বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata Chatterjee: পাওলি-পরমব্রতর নতুন অবতার! ফের অতিমারীর হাত থেকে বাঁচাতে কী করলেন তাঁরা?

Parambrata Chatterjee: পাওলি-পরমব্রতর নতুন অবতার! ফের অতিমারীর হাত থেকে বাঁচাতে কী করলেন তাঁরা?

পাওলি-পরমব্রতর নতুন অবতার!

Parambrata Chatterjee: এবার আর অভিনয় নয়। অন্য ভূমিকায় ধরা দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গ দিলেন পাওলি দাম। স্পটিফাইতে এল তাঁদের নতুন পডকাস্ট শো।

গল্প শুনতে ভালোবাসেন? গল্প পড়ার থেকে গল্প শোনা আপনার কাছে আরও অনেক বেশি আকর্ষণীয়? তাহলে আপনার জন্য সুখবর! পরমব্রত চট্টোপাধ্যায় স্পটিফাইতে একটি নতুন অডিও বুক নিয়ে এলেন। আর সেই বিষয়ে তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন। জানান এই নতুন কাজের নাম ‘২০৬৩ থেকে এসেছি।’

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পাওলি দামের নতুন কাজ এটি। অডিও বুক বা পডকাস্ট নিয়ে হাজির হয়েছেন এই দুই তারকা। স্পটিফাইয়ে তাঁদের এই নতুন পডকাস্ট শো ২৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। পডকাস্টটির নাম ‘২০৬৩ থেকে এসেছি।’ এটি একটি স্পটিফাই অরিজিন্যাল পডকাস্ট শো। উৎসব মুখোপাধ্যায় এই গল্পটি লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন। শোটির প্রযোজনা করেছেন র স্টক মোশন পিকচার্স।

পরমব্রত তাঁর ইনস্টাগ্রামে এই শোয়ের বিষয়ে পোস্ট করে লেখেন, 'এই মাধ্যমে এটি আমার প্রথম প্রয়াস ! খুব আনন্দ পেয়েছি এই অডিও বুক বা পডকাস্ট টি পাঠ করে ! শুনবেন পারলে ।'

কী বিষয়ের উপর এই গল্প? এই বিষয়ে পরমব্রত তাঁর পোস্টেই জানান, 'মনোবিদ ডঃ নন্দিনী মিত্রর কাছে আসে এক অদ্ভুত লোক; রঞ্জন চ্যাটার্জী। রঞ্জনের দাবী সে ২০৬৩ সাল থেকে এসেছে, এক ভয়াবহ অতিমারির প্রকোপ থেকে পৃথিবীকে বাঁচাতে। টাইম-ট্রাভেল কি সত্যি সম্ভব? নাকি রঞ্জন একজন প্রতারক বা মানসিক বিকারগ্রস্ত মানুষ? রঞ্জন আসলে কে? কি চায় নন্দিনীর কাছে? রঞ্জন আর নন্দিনী কি পারবে পৃথিবী বাঁচাতে? কিন্তু আদতে এ গল্প কি কল্প-বিজ্ঞান, রহস্য-রোমাঞ্চ নাকি দুজন মানুষের সম্পর্কের গল্প; ভালবাসার গল্প? '

তাঁর কথা থেকেই স্পষ্ট এটা কল্প বিজ্ঞানের গল্প হলেও, দুজন মানুষের সম্পর্কের কথা ধরা পড়বে এখানে। রহস্য রোমাঞ্চের সঙ্গে মিশে যাবে ভালোবাসার কথা।

বন্ধ করুন