মূলত অভিনেত্রী হিসাবেই তাঁকে চেনেন বেশিরভাগ মানুষ। তবে পরিণীতি যে ভালো সঙ্গীতশিল্পী সেকথা খুব কম লোকজনই জানেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের বিশেষ প্রশিক্ষণ রয়েছে তাঁর। শুধু তাই নয়, পরিণীতি মিউজিকেও স্নাতক। বেশকিছু বলিউডের ছবিতে গানও গেয়েছেন 'পরী'। আর সেই তিনিই যখন বিয়ে করছেন, তখন প্রেমিক, হবু স্বামীর জন্য বিশেষ কোনও গান উপহার দেবেন না তাও কি হয়?
পরিণীতি গান গেয়েছেন। ২৪ সেপ্টেম্বর, উদয়পুরের লীলা প্যালেসে রাঘবের সঙ্গে তাঁর সম্পর্ক পরিণতি পাওয়ার দিন বেজেছে পরিণীতিরই রেকর্ড করা গান 'ও পিয়া'। হিন্দি ও পাঞ্জাবি ভাষা মিলিয়ে মিশিয়ে এক গানটি লিখেছেন, গৌরব, সানি এমআর এবং হারজোত কৌর। আর গানের সুর দিয়েছেন গৌরব দত্ত। গানের শুরুর কথাগুলি হল, ‘ও পিয়া, ও পিয়া, চল চলে। বাট লে গম-খুশি, সাথ মে।’ চলুন শুনে নেওয়া যাক, রাঘবের জন্য পরিণীতির গাওয়া সেই গান…
আরও পড়ুন-'প্রথম দেখাতেই শার্টের বোতাম খুলতে বলি, শাহরুখ অবাক হয়ে বলে এটা কে রে!' অকপট করণ
আরও পড়ুন-জিতুর সঙ্গে Divorce-এর চিঠি এলো বলে, নবনীতা বলছেন, ‘এবার সিঁদুর খেলা হবে না’
আরও পড়ুন-শাহরুখের সঙ্গে সম্পর্ক এখন তিক্ততায় ভরা? মুখ খুললেন নানা পাটেকর
২৪ সেপ্টেম্বর পরিণীতি-রাঘবের এই রাজকীয় বিয়ের আসরে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং প্রাক্তন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যদিও এরাঁ ছাড়া মূলত চাড্ডা ও চোপড়া পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই এই বিয়ে হয়েছে। তাঁদের বিয়ের অনুষ্ঠানে পরিণীতি ও রাঘব 'নো গিফট' পলিসি মেনে বিয়ে করেছেন। এমনকি হিন্দু বিয়েতে কনের বাড়ি থেকে বড়পক্ষের যে 'মিলনি' (নগদ অর্থ) নেওয়ার প্রথা রয়েছে, সেক্ষেত্রে পরিণীতির পরিবারের থেকে ১১টাকা নিয়েছেন রাঘব।
এদিকে পরিণীতি ও রাঘব বিয়ের অনুষ্ঠানের পরি ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন। একটি সূত্র বলছে, নবদম্পতির হোম টাউন চণ্ডীগড়ে হবে তাঁদের বউভাতের অনুষ্ঠান। এরপর দিল্লি ও মুম্বই দুই শহরেই রিসেপশন পার্টি দেবেন 'রাঘনীতি'। তবে আবার ই-টাইমসের প্রতিবেদন অনুষ্ঠানে চণ্ডীগড় ও দিল্লির রিসেপশন বাতিল করা হয়েছে, শুধুমাত্র মুম্বইতেই একটি রিসেপশন পার্টি রেখেছেন তাঁরা। যেটা ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।