শাহরুখ-করণের বন্ধুত্ব বহু পুরনো। এক্কেবারেই কেরিয়ারের শুরু থেকে একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। তাঁদের প্রথম দেখা DDLJ-র সেটে। শাহরুখ যখম ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র শ্যুটিং শুরু করেন, তখন করণ আদিত্য চোপড়ার সহকারী পরিচালক হিসাবে কাজ করছেন। সেখানেই আলাপ।
এদিকে শাহরুখের সঙ্গে দেখার প্রথমদিনের অদ্ভুত ঘটনার কথা সাম্প্রতিক সাক্ষাৎকারে শেয়ার করেছেন করণ জোহর। করণ নাকি শাহরুখকে প্রথম দেখাতে শার্ট খোলার পরামর্শ দিয়েছিলেন। হ্যাঁ ঠিকই শুনছেন। আর একথা খোলসা করেছেন করণ নিজেই।
করণ জোহর বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ-এর কথা মনে আছে। এটা একটা পাগলামো ছিল। আমার মনে আছে কারণ আমি তখন DDLJ-এর সহকারী হিসাবে কাজ করছি। আমি ওকে বলেছিলাম, ওহ, তুমি জানো তুমি র্যাংলার জিন্স পরেছ। তোমার লিভাইসের জিন্স পরা উচিত। সেটা তোমাকে বেশি মানাবে। ও এমন কথা শুনে হতবাক হয়ে গিয়েছিল। আমি জানতাম না যে এটা বলার অধিকার আছে কি নেই। আমি বললাম, 'ওহ তুমি আদমের আপেলের মতো, তোমার শার্টের ২-৩টে বোতাম খুলতে হবে।' এটা শুনে ও শুধু মাথা নেড়েছিল। তারপর বলল, আমাকে একটু সময় দেবেন, তুমি কি আদিকে (পরিচালক আদিত্য চোপড়াকে) ভিতরে ডাকতে পারবে?’
আরও পড়ুন-‘নির্লজ্জ ! এত্ত সাহস, তোমার না বউ আছে’, বলেই ধর্মেন্দ্রকে চড় মেরেছিলেন তনুজা, কী ঘটেছিল?
আরও পড়ুন-কোটি টাকার BMW-তে চড়ে ৩৯০টাকার জন্য দর কষাকষি! তীব্র নিন্দার মুখে ফারহা
আরও পড়ুন-'জায়েদের সঙ্গে মিলে সায়ন্তিকা আমায় ফাঁসিয়েছেন', ভয়ানক অভিযোগ বাংলাদেশের প্রযোজকের
আর এর ঠিক পরেই কী ঘটেছিল জানেন?
এর পরের ঘটনার কথাও খোলসা করেছেন করণ জোহর। বলেন, এর শাহরুখ আদিকে ডেকে জিগ্গেস করেছিল, ‘ইয়ে কৌন হ্যায়? কাহান সে আয়া হ্যায়? অউর ইয়ে মেরে সাথ আদম কে আপেল কে বারে মে কিউ বাত কর রহা হ্যায়?’ অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘এটা কে? কোথা থেকে এসেছে! আর ও কেনইবা আমায় আদমের আপেলের কথা বলছে?’ এসব শুনে আদি ওকে বলেছিল, ' ও একজন শহুরেমানুষ, ওরা সবাই এইভাবেই কথা বলে।' করণের কথায়, 'যদিও আমি খুব সৎ ছিলাম। অবশেষে, শাহরুখ এসবের মধ্যে মজা পেতে শুরু করে। ও আমায় জিগ্গেস করেছিল ‘তুমি কী করতে চাও? আমি বলি, ডিজাইনার হতে চাই।’
কিন্তু নাহ, করণ জোহর ডিজাইনার হননি, ভাগ্যের ফেরে করণ নিজেও নামী পরিচালক হয়ে ওঠেন। পরে করণের কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), কাভি খুশি কাভি গম… (২০০১), কভি অলবিদা না কেহনা (২০০৬) ) এবং মাই নেম ইজ খান (২০১০)।সহ করণের বহু ছবিতে অভিনয় করেন শাহরুখ।