বিয়ের পর বড় সিদ্ধান্ত নিয়েছেন পরিণীতি চোপড়া। জানিয়েছেন, এবার গানের জগতে নিজের কেরিয়ার গড়তে চান তিনি। সেই মতোই পদক্ষেপ শুরু করে দিলেন পরিণীতি। রবিবার রাতে মুম্বইয়ে নিজের প্রথম লাইভ পারফর্ম করলেন পরিণীতি। নিজেই সোশ্যাল মিডিয়ায় তার কিছু ঝলক পোস্ট করেছেন পরিণীতি চোপড়া।
পরনে কালো হাইনেক টপের উপর বড় নেকপিস, সঙ্গে শর্ট স্কার্ট, গায়ে চাপিয়ে নিয়েছিলেন কালো ব্লেজার, মাথায় টপনট করে বাঁধা চুল, মাইক্রোফোন হাতে গান গাইছেন পরিণীতি। এমনই কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিণীতি লিখেছেন, ‘শেষপর্যন্ত এটা করে ফেললাম। আর এটা যখন আমি টাইপ করছি, তখন আমার চোখে আনন্দাশ্রু। আমার প্রথম লাইভ গানের পারফরম্যান্স ছিল গত রাতে (রবিবার) এটা ছিল সেই সবকিছু যা আমি চাই এবং আরও অনেক কিছু। আপনাদের সকলের ভালবাসা ও উদারতার জন্য ধন্যবাদ। এটা আমার জন্য অনেক অর্থ বহন করে।’
কয়েকদিন আগেই, অভিনেত্রী নিজের ইনস্টা পোস্টের মাধ্যমে সংগীতের দুনিয়ায় পা রাখার খবর জানিয়েছিলেন। নিজের পোস্টে তিনি লিখেছিলেন, ‘সংগীত, আমার কাছে, সবসময়ই আনন্দের জায়গা .. আমি সারা বিশ্বের অসংখ্য সঙ্গীতশিল্পীকে স্টেজে পারফর্ম করতে দেখেছি। আর এখন অবশেষে সেই বিশ্বের অংশ হওয়ার সময় এসেছে।’ পরিণীতি আরও লেখেন, 'আমি আমার জীবনের সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করতে চলেছি। নিজেকে অনেক ভাগ্যবান, আশীর্বাদধন্য মনে হচ্ছে সেই সঙ্গে চাপা টেনশনও হচ্ছে। সঙ্গীতে জগতে এই যাত্রা শুরু করতে আমি যে কতটা উৎসাহী তা আমি সত্যিই বর্ণনা করতে পারব না। একটি যাত্রা যা আমাকে একসঙ্গে দুটো ক্যারিয়ার গড়ার সুযোগ দেয়! বিষয়টা মজার কিন্তু! অজানাকে আলিঙ্গন করা ও সমস্ত ভয়ের মুখোমুখি হওয়া আর গান গেয়ে ডেবিউ করা’।
পরিণীতি অবশ্য হঠাৎ করে গানের দুনিয়ায় আসেননি। গান নিয়ে রীতিমতো প্রশিক্ষণ রয়েছেন পরিণীতির। অনেকেই হয়ত জানেন না পরিণীতি মিউজিকে স্নাতক। শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করে বড় হয়েছেন অভিনেত্রী। এর আগেও পরিণীতি বেশকিছু ছবির জন্য প্লে-ব্যাকও করেছেন। এর আগে 'মেরি পেয়ারি বিন্দু' থেকে 'কেশরী' সহ বেশকিছু ছবির জন্য গান গেয়েছেন পরিণীতি চোপড়া।
এদিকে জানা যাচ্ছে, সম্প্রতি এক বিখ্যাত বিনোদন সংস্থা এন্টারটেইনমেন্ট কনসালটেন্ট এলএলপির সঙ্গে চুক্তি করেছেন পরিণীতি চোপড়া, যেটি TM Ventures Pvt Ltd এবং TM ট্যালেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত।