পাঠান দেখতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী রেণুকা সাহানে। রেণুকার সঙ্গে ছিলেন স্বামী-অভিনেতা আশুতোষ রানা। টুইটারে সিনেমা হলে তোলা সেলফিগুলি শেয়ার করেন রেনুকা। আর তাতে মন্তব্য করে তাঁর পিছনে লাগা শুরু করেন খোদ শাহরুখ খান। ডাকতে থাকেন নিজের ‘প্রথম নায়িকা’ হিসেবে।
প্রথম ছবিতে দেখা গেল গাড়ির মধ্যে বসে আছেন রেণুকা আর আশুতোষ। পরের ছবিতে সিনেমাহলের ভিতরে দুজনে বেশ হাসিহাসিমুখে ছবির জন্য পোজ দিয়েছেন। আর ক্যাপশনে লিখলেন, ‘ আবহাওয়া একদম ঠিক আছে। সিট বেল্টও বেঁধে ফেলেছি। সঙ্গে কর্নেল লুথরাজি।’
প্রসঙ্গত, পাঠান সিনেমায় কর্নেল লুথরার চরিত্রে অভিনয় করেছেন আশুতোষ রানা। যেখানে এক ব্যক্তি রেণুকার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘সেকি আপনাদের প্রিমিয়ারে আমন্ত্রণ জানানো হয়নি?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘আরে বাবা জানানো হয়েছিল। যেতে পারিনি।’
আর এখানেই শাহরুখ লেখেন, ‘আপনি কি কর্নেল লুথরাজিকে বলেছেন, আপনিই ছিলেন আমার প্রথম নায়িকা? অথবা আমাদের এটা টপ সিক্রেট রাখা উচিত। নাহলে তিনি আমাকে বরখাস্ত করতে পারেন।’ বলে রাখি, ১৯৮৯ সালের টেলিভিশন সিরিজ সার্কাসে শাহরুখ এবং রেণুকা যথাক্রমে শেখরন রাই এবং মারিয়া চরিত্রে অভিনয় করেছিলেন।
জবাবে রেনুকা লিখলেন, ‘হাহাহা, ওর থেকে কোন কথা লুকিয়ে রাখা যায় নাকি? আপনিই তো ওকে অন্তর্যামী বলেছেন। আর যাই হোক ও আপনাকে বরখাস্ত করতে পারবে না, কারণ যে কাজ আপনি করতে পারেন তা আর কেউ পারে না।’
পাঠান ছবিতে, শাহরুখ একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন আর আশুতোষকে র-এরযুগ্ম সচিব, কর্নেল লুথরার চরিত্রে দেখা গিয়েছে। গত মাসে, টুইটারে শাহরুখের আস্ক মি এনিথিং সেশনের সময়ে একজন ভক্ত তাঁকে আশুতোষ সম্পর্কে কিছু বলতে বলেছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন, ‘তিনি একজন জ্ঞানী এবং অন্তর্যামী। এছাড়াও একজন খুব ভাল অভিনেতা।’ রেণুকা তাতে উত্তর দিয়েছিলেন, ‘আপনি দয়ালু এবং উদার এবং সত্যবাদী,’ স্মাইলি এবং হাত জোর করার একটি ইমোজি সহ।
সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত পাঠানে দীপিকা পাড়ুকোনকে একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছেন এবং জন আব্রাহাম ছবিতে একজন সন্ত্রাসবাদী। তাঁরা ছাড়াও ছবিতে রয়েছেন ডিম্পল কাপাডিয়া। স্পাই থ্রিলারটি ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।