Sharbani Mukherjee: ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জেপি দত্তের ছবি 'বর্ডার'। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সেই ছবি। অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, সানি দেওল, অক্ষয় খান্না, পূজা ভাট এবং রাখি। সেই ছবিতে সুনীল শেট্টির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী শর্বানী মুখোপাধ্যায়। এখন কোথায় আছেন তিনি?
1/5'বর্ডার' ছবিতে সুনীল শেট্টির চরিত্রের নাম ছিল ভৈরন সিং। তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী শর্বানী মুখোপাধ্যায়। সুনীল এবং শর্বানীর 'এ যায়ে লামহেঁ' গানটি আজও শ্রোতাদের কাছে অন্যতম প্রিয় রোম্যান্টিক গান। কিন্তু জানেন কী বলিউডের নামী পরিবারের সঙ্গে সংযোগ রয়েছে শর্বানীর?
2/5শর্বানীর কটা চোখের প্রেমে পড়েছিলেন অগণিত ভক্ত। ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। 'হায়ওয়ান' ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিষেক করেন তিনি। কিন্তু ‘বর্ডার’ ছবির হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
3/5অভিনেত্রী কাজল এবং রানি মুখোপাধ্যায়ের কাকার মেয়ে শর্বানী। শুধু তাই নয়, শর্বানীর দিদা সতীরানি দেবী ছিলেন অশোক কুমার-কিশোর কুমারের বোন। এছাড়াও, 'ব্রহ্মাস্ত্র' ছবির পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়ও তাঁর কাকাতো ভাই।
4/5'মিট্টি' এবং 'আঁচ'-এর মতো ছবিতে কাজ করলেও তেমন সাফল্য পাননি শর্বানী। তবে বলিউডে কাজ না থাকাকালীন ভোজপুরির পাশাপাশি অনেক মালয়ালম ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী। পাকিস্তানি গায়িকা শাজিয়া মঞ্জুরের জনপ্রিয় গান 'ঘর আজা সোনিয়া'য় অভিনয় করেও প্রচুর প্রশংসা কুড়িয়েছেন শর্বানী।
5/5প্রায় ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল ‘বর্ডার’। এত বছর পর অভিনেত্রী শর্বানীর চেহারায়ও অনেক পরিবর্তন এসেছে। অভিনেত্রীর বয়স ৫৪ বছর। তিনি এখন লাইমলাইট থেকে দূরে থাকেন। তবে প্রতি বছরই তাঁকে বোন কাজল, তানিশাদের সঙ্গে দুর্গাপুজোয় অংশ নিতে দেখা যায়।