Princess Iman Wedding: জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বড় কন্যা ইমন। জীবনসঙ্গী হিসেবে জামিল আলেক্সান্ডার থেরমিউতিস নামের এক ধনকুবেরকে বেছে নিয়েছেন মধ্যপ্রাচ্যের এই রাজকন্যা। দেখুন তাঁদের বিয়ের ছবি-
1/5জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বড় মেয়ে রাজকন্যা ইমান বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে তিনি রাজ পরিবারের কোনও সদস্যকে বিয়ে করেননি। জামিল আলেক্সান্ডার থেরমিউতিস নামের এক ধনকুবেরের সঙ্গে বিয়ে করেছেন তিনি।
2/5জামিল আলেকজান্ডার থার্মিওটিস একজন নিউইয়র্ক-ভিত্তিক ফিনান্সার। জর্ডানের রাজপরিবারের তরফে তাঁদের বিয়ের ছবিগুলি শেয়ার করা হয়েছে। বছর ২৬-এর রাজকন্যে ইমন ডিয়রের সাদা ব্রাইডাল গাউনে ধরা দিয়েছেন।
3/5সাদা ফুলহাতা গাউনের সঙ্গে মাথায় লম্বা ওড়না জড়ানো টিয়ারা শোভা পাচ্ছে ইমনের। নতুন বর এবং কনে রাজার সামনে বিয়ের নথিতে সই-সাবুদ সেরেছেন।
4/5রাজকন্যান ইমন ২০২২ সালের জুলাইয়ে জামিলের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। তাঁর বড় দাদা ক্রাউন প্রিন্স দ্বিতীয় আল হুসেন বিন আব্দুল্লাহর বাগদানের ঘোষণার পরই রাজকন্যা ইমনের বাগদান সম্পন্ন হয়।
5/5জর্ডানের সিংহাসনের পরবর্তী বংশধর ক্রাউন প্রিন্স আল হুসেন বিন আব্দুল্লাহ বিয়ে করেছেন সৌদি আরবের নাগরিক রাজওয়া খালেদ বিন মুসাইদকে।