Ram Charan birthday: ‘RC15’-এর সেটে রামচরণের জন্মদ... more
Ram Charan birthday: ‘RC15’-এর সেটে রামচরণের জন্মদিন উদযাপন। কেকে কেটে, পার্টি পপার ফাটিয়ে হল ধুমধাম করে সেলিব্রেশন। অভিনেত্রী কিয়ারা আডবানিও যোগ দিয়েছিলেন। সেট থেকে সেলিব্রেশনের বেশ কিছু ছবি ভাইরাল-
1/5২৭ মার্চ ৩৮ বছরে পা দেবেন অভিনেতা রামচরণ। জন্মদিনের আগে আগেই সেলিব্রেশনে মেতে উঠেছেন অভিনেতা। এই মুহূর্তে আসন্ন সিনেমা RC15’-এর শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। জন্মদিনের আগেই অভিনেতার জন্য সেটে সহ কলাকুশলী এবং ক্রিউরা জমজমাট করে সেলিব্রেশনে ব্যবস্থা করেছেন।
2/5ছবিতে রাচরণের সঙ্গে অভিনয় করবেন কিয়ারা আডবানি। অভিনেতার জন্মদিন সেলিব্রেশনের পার্টিতে যোগ দিয়েছেন কিয়ারাও। বড় কেকে কেটে পার্টি পপার ফাটিয়ে, গোলাপের পাঁপড়ি বৃষ্টি করে চলল তুমুল সেলিব্রেশন।
3/5এ দিন আকাশি নীল রঙের শার্ট এবং সাদা প্যান্ট পরে সেটে হাজির হন রামচরণ। চোখে কালো চশমা পরেছেন। সাদা টপ এবং নীল রঙের জিনস পরে দেখা মেলে কিয়ারার। পরিচালক এস শঙ্কর এবং কোরিওগ্রাফার-অভিনেতা প্রভু দেবাও এ দিন সামিল হয়েছিলেন উদযাপনে।
4/5অভিনেতার কেক কাটার সময় কলাকুশলী এবং ক্রিউরা ঘিরে ছিলেন রামচরণকে। RC15 বর্তমানে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ধারণা করে একটি ছবি। অ্যাকশন ড্রামার রামচরণের বিপরীতে দেখা যাবে কিয়ারাকে।
5/5শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে প্যান-ইন্ডিয়া রিলিজ করবে এই সিনেমা। তেলুগু, তামিল এবং হিন্দি তিনটি ভাষায় মুক্তি পাবে ‘আরসি ১৫’। রামচরণ এবং কিয়ারা আডবানি ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন এসজে সূর্য, জয়রাম, অঞ্জলি এবং শ্রীকান্ত। ছবিটি ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।