সাদা রঙের হোলি থিমের টি-শার্ট পরে আবিরে মাখামাখি শ... more
সাদা রঙের হোলি থিমের টি-শার্ট পরে আবিরে মাখামাখি শ্রাবন্তী। কার সঙ্গে ছবি দিয়ে লিখলেন ‘আমার হিরো’!
1/5টলিপাড়ার সুন্দরী নায়িকা তিনি। সঙ্গে কনট্রোভার্সি কুইনও। কখন কী পরলেন, কার সঙ্গে ঘুলেন সব নিয়েই চর্চার অন্ত নেই। অবশ্য অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় খুবহ অ্যাক্টিভ। রোজ নামচার ছাপ ফেলেই যান। তা দোল কেমনভাবে কাটাচ্ছেন তিনি, চলুন দেখে নেওয়া যাক। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5দোলে শ্রাবন্তীর বাবা গৌরঙ্গ চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর বাবাকে শুভাচ্ছা জানাতে এই ছবিটিই শেয়ার করে নিয়েছেন। বাবার বুকে মাথা রেখে তুলেছেন ছবিটা। দুজনেই আবিরে মাখামাখি। ক্যাপশনে শ্রাবন্তী লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে মাই হিরো… লাভ ইউ বাবা।’
3/5রং খেলার এই ছবিটাও দিয়েছেন। দিনকয়েক আগেই চুল কেটে করে ফেলেছেন মেকওভার। চোখে কালো সানগ্লাস। হোলি থিমের সাদা টি-শার্ট। ঠোঁট রাঙানো ন্যুড লিপস্টিকে। এমনি এমনি কী আর তিনি এখনও অসংখ্য পুরুষের হার্টথ্রব!
4/5বছরখানেক আগে তৃতীয় বিয়ে ভেঙেছে তাঁর। তারপর থেকে মা-বাবার সঙ্গেই থাকছেন বাইপাসের ধারের বিলাসবহুল আবাসন আরবানায়। সেখানকার এক বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কে ছিলেন বলেও খবর ছিল টলিপাড়ায়। দুজনে একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন দুবাই থেকে মলদ্বীপ। তবে সেটাও নাকি এখন কেটে গিয়েছে।
5/5খবর বলছে, শ্রাবন্তীর প্রেম চলছে এখন তাঁর জিম ট্রেনারের সঙ্গে। অভিনেত্রীর যে কোনও বিপদেই নাকি আজকাল ছুটে আসছে সেই ব্যক্তি। শোনা গিয়েছিল, মাসখানেক আগে পুলিশি ঝামেলায় জড়িয়েছিলেন তিনি আর ছেলে অভিমন্যু। আরবানারই এক বাসিন্দার সঙ্গে বচসা হয়ে। তখনও ভালোবাসার মানুষকে আগলে আগলে রেখেছিলেন সেই জিম ট্রেনার।