ইদ ভারতের অন্যতম বড় উৎসব। রামদানের গোটা মাস উপবাস করার পর এই উৎসব পালন করা হয়ে থাকে। এই গোটা মাস জুড়ে সূর্যোদয়ের পর থেকে ইসলাম ধর্মাবলম্বীরা কিছুই খান না। সেই বিকেলে সূর্যাস্তর পর ইফতার করেন। আর ভারতের এই বিশেষ দিনটি কি গান ছাড়া জমে? তাই এইদিন আপনার প্লেলিস্টে থাকুক এই গানগুলো।
ইদের গান
খোয়াজা মেরে খোয়াজা: যোধা আকবর ছবির এই গানটিকে তো থাকতেই হবে আজকের প্লেলিস্টে। এই গানটির মধ্যে যে মাধুর্য বা শান্তি আছে সেটা মন, কানকে আরাম দেয়।
আরও পড়ুন: 'আমি রকস্টার নই...' বাংলা রকের পথপ্রদর্শন তিনি, তবুও কেন এমনটা বললেন রূপম?
আজ কী পার্টি: বজরঙ্গী ভাইজান ছবির এই গানটি পুরো পার্টি মুডেরই গান। ইদের পার্টিতে এই গানটি একেবারেই মানানসই। প্রীতমের কম্পোজিশন আর মিকা সিংয়ের গাওয়া আলাদাই মাত্রা যোগ করবে পার্টিতে।
খুশি কী ইদ: কাবুলিওয়ালা ছবির এই গানটিকে এবার রাখতে পারেন ইদের প্লেলিস্টে। এটা যেন একেবারে ইদের জন্যই বানানো গান।
আরও পড়ুন: সাবান লাগানো অতীত, প্রচারে বেরিয়ে ভোটারের রান্নাঘরে হানা হিরণের! খুন্তি নেড়ে কোন কোন পদ রাঁধলেন?
পিয়া হাজী আলি: ফিজা ছবির এই হিট গানটি যেন শান্তি বয়ে আনে। তাই ইদের এই বিশেষ দিনে এই গানটি চালাতেই পারেন বাড়িতে।
কুন ফায়া কুন: যাঁরা সুফি গান শুনতে ভালোবাসেন তাঁদের জন্য একেবারে আদর্শ গান। রকস্টার ছবির এই গানের দৃশ্যে নিজামুদ্দিন দরগার দৃশ্য দেখতে পাওয়া যায়। এআর রহমানের বানানো অন্যতম হিট এবং আইকনিক গান এটি।
ইয়ু শবনামি: সাওয়ারিয়া ছবির এই গানটিতে বারবার ঘুরে ফিরে এসেছে ইদের কথা। তাই ইদ উপলক্ষ্যে এই গানটি না চালালে হয় নাকি!
নূর এ খুদা: মাই নেম ইজ খান ছবির এই গানটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। এই বিশেষ দিন উপলক্ষ্যে এটিকে চালাতে পারেন। শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবনের গানটিতে একটা আলাদা শান্তি আছে যেন।