আর মাসখানেক বাকি নির্বাচনের। তাই বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ প্রার্থীরা। সমস্ত দলের সব প্রার্থীরাই নিজ নিজ কেন্দ্রে জমিয়ে প্রচার সারছেন। কেউ কেউ আবার জনসংযোগ করতে বেছে নিয়েছেন উদ্ভট কিছু পন্থাও। এই তো এদিনই যেমন হিরণ চট্টোপাধ্যায় প্রচারের ফাঁকে সোজা হানা দেন এক ব্যক্তির রান্নাঘরে।
প্রচারের ফাঁকে এক ভোটারের রান্নাঘরে হিরণ
অভিনব কায়দায় ভোট প্রচার নতুন নয়। কেউ কখনও কর্মীদের সঙ্গে একসঙ্গে পাত পেড়ে খান, কেউ আবার চায়ের দোকানে আড্ডা জমান। কিন্তু এদিন হিরণ চট্টোপাধ্যায় যা ঘটালেন সেটা বোধহয় একেবারেই নতুন। তিনি এদিন প্রচার করতে গিয়ে সোজা এক ব্যক্তির রান্নাঘরেই ঢুকে পড়লেন। করলেন রান্নাও।
কোথায়, কবে ঘটল এই কাণ্ড?
বুধবার ১০ এপ্রিল ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা নামক একটি জায়গায় প্রচার সারছিলেন হিরণ চট্টোপাধ্যায়। আর এদিন প্রচারের ফাঁকেই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এখানকার এক ব্যক্তির রান্নাঘরে ঢুকে পড়েন। সেখানে গিয়ে সেই বাড়ির মহিলাদের সঙ্গে মিলে জমিয়ে রান্না করেন। খুন্তি নাড়ার পাশাপাশি এদিন তিনি সেই বাড়িতেই দুপুরের খাবার খান।
কী কী খেলেন হিরণ?
এদিন হিরণ চট্টোপাধ্যায় সেই বাড়িতে শাক, ইঁচড়ের তরকারি, মাছ ভাজা ইত্যাদি খান। তাঁর এদিনের এই ছবি প্রকাশ্যে আসার পরই ট্রোল্ড হয়েছেন তিনি। কেউ কেউ লিখেছেন আজকাল ভোট প্রার্থীরা নাকি ফুড ব্লগারে পরিণত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে তুমুল হাসি মশকরা।
আরও পড়ুন: 'শেষের দিকে যত যাবে...' দর্শকদের উন্মাদনা আসলে সেক্সের মতো! ফের বেফাঁস মন্তব্য রূপমের
হিরণ ট্রোল্ড
তবে এই প্রথমবার নয় যখন হিরণের কাণ্ড দেখে হেসে কূলকিনারা পাচ্ছে না নেটপাড়া। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় প্রচারে বেরিয়ে তিনি এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দেন। সেই ছবিও ভাইরাল হয়েছিল। প্রসঙ্গত সেই বার হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে জয়ী হয়েছিলেন।