২৯ মার্চ, শুক্রবার ছিল Bigg Boss-১৭র ফাইনালিস্ট মান্নারা চোপড়ার জন্মদিন। আর বোনের জন্মদিন, দেশে আছেন, তবু যাবেন না তাও কি হয়! তাই সময় মতো পৌঁছেও গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গী তাঁর স্বামী, গায়ক নিক জোনাস। কেক কেকেটে বোনকে খাইয়েও দিতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।
মান্নারার জন্মদিনে প্রিয়াঙ্কা-নিক
মান্নারার জন্মদিনে প্রিয়াঙ্কা পরেছিলেন সাদা ব্রালেটের সঙ্গে ম্যাচিং স্কার্ট ও সিলভার হিল জুতো। নিক বেছে নিয়েছিলেন প্রিন্টেড সাদা শার্ট, হলুদ প্যান্ট ও সাদা স্নিকার্স। আর লাল ড্রেস ও হিল জুতোতে দেখা যায় মান্নারাকে। অনুষ্ঠানে পৌঁছতেই প্রিয়াঙ্কা ও নিক পাপারাৎজ্জিদের শুভেচ্ছা জানান। দিদিকে জড়িয়ে ধরতেও দেখা গেছে মান্নারাকে।
পাপারাৎজির ক্যামেরার সামনে জন্য পরিবারের সকল সদস্যদের সঙ্গে পোজ দিলেন প্রিয়াঙ্কা। মান্নারার সঙ্গে পোজ দেওয়ার পর পাপারাৎজিদের উদ্দেশ্যে হাত জোড় করে অভ্যর্থনা জানান প্রিয়াঙ্কা। পোজ দেওয়ার পাশাপাশি নাচতেও দেখা যায় নিককে। এরপর প্রিয়াঙ্কা, নিক ও পরিবারের অন্যান্যদের সঙ্গে যোগ দেওয়ার পাশাপাশি মান্নারা কেকও কাটেন। তারপর এক টুকরো কেক মান্নারা দিদিকে খাওয়াতে গেলে তার থেকে সামান্য একটু নিয়ে খান প্রিয়াঙ্কা। এরপর প্রিয়াঙ্কাও বোনকে কেক খাইয়ে দেন। মান্নারার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও। সাদা-কালো পোশাকে দেখা যায় তাঁকে। গোটা অনুষ্ঠানস্থল লাল, গোলাপি বেলুনে সাজিয়ে তোলা হয়েছিল।
কী বললেন মান্নারা?
মান্নারা সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রিয়াঙ্কা দিদি আয়ি, নিক জিজু আয়ে...।’ অর্থাৎ দিদি প্রিয়াঙ্কা ও জামাইবাবু নিক এসেছেন। ওঁরা ওদের ব্যস্ত শিডিউল থেকে আমার জন্য সময় বের করেছেন।, আমি নিজেকে তাই ধন্য মনে করি, অনেক কৃতজ্ঞতা রয়েছে।
প্রসঙ্গত, মান্নারা চোপড়া হলেন প্রিয়াঙ্কা ও পরিণীতির পিসির মেয়ে অর্থাৎ পিসতুতো বোন। অর্থাৎ অশোক ও পবন চোপড়ার ছোট বোন মিতালি চোপড়ার মেয়ে হলেন মান্নারা। এখন কাজের জন্য তিনজনকেই আলাদা আলাদা জায়গায় থাকতে হয়, তবে একসময় এদের ছোটবেলা কেটেছে একইসঙ্গে। যদিও মান্নারার জন্মদিনে পরিণীতিকে দেখা যায়নি।
কয়েকদিন আগেই নয়ডায় মান্নারা ও পরিবারের অন্যান্য সদস্য, বন্ধুদের সঙ্গে হোলি উদযাপন করতে দেখা যায় প্রিয়াঙ্কা ও নিককে। ছিলেন তাঁদের আদরের একমাত্র মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস। চলতি মাসের শুরুতে মেয়ে মালতি ও স্বামী নিককে নিয়ে দেশে আসেন প্রিয়াঙ্কা। গত ১৮ মার্চ মুম্বই পৌঁছান নিক। এটা তাঁর দ্বিতীয় ভারত সফর। অযোধ্যায় রাম মন্দিরেও গিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক।