বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka New York restaurant: বন্ধুর সঙ্গে খুলেছিলেন রেস্তোরাঁ সোনা, ছেড়ে বেরিয়ে গেলেন প্রিয়াঙ্কা! কী কারণ?

Priyanka New York restaurant: বন্ধুর সঙ্গে খুলেছিলেন রেস্তোরাঁ সোনা, ছেড়ে বেরিয়ে গেলেন প্রিয়াঙ্কা! কী কারণ?

কেন সোনা ছাড়লেন প্রিয়াঙ্কা?

রেস্তোরাঁর ব্যবসা ছেড়ে দিলেন প্রিয়াঙ্কা? খবর ছড়িয়ে পড়তেই মাথায় হাত ভক্তদের। হঠাৎ কী হল। 

অভিনয়ের পাশাপাশি বর্তমানে প্রিয়াঙ্কা উদ্যোগপতিও। খুলেছেন নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড। রয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্স। নিউইয়র্ক শহরে তাঁর রেস্তোরাঁ সোনা-য় সারা বছরই উপচে পড়ে ভিড়। তবে এবার খবর মিলতে এই রেস্তোরাঁর ব্যবসা থেকে বর্তমানে সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী। এক প্রতিনিধি জনগণকে নিশ্চিত করেছেন, ‘প্রিয়াঙ্কা সোনায় তার অংশীদারিত্ব থেকে সরে এসেছেন।’ ভারতের বিভিন্ন প্রান্তের খাবার পরিবেশন করা এই রেস্তোরাঁটিকে বর্তমানে পরিচালনা করবেন সহ-প্রতিষ্ঠাতা মনীশ কে. গোয়েল। 

মণীশ জানিয়েছেন এই রেস্তোরাঁ খোলার ভাবনা এসেছিল প্রিয়াঙ্কার মাথাতেই। এমনকী এর সাজসজ্জা, খাবার পরিবেশনার মতো সৃজনশীলতাতেও অভিনেত্রীর ভূমিকা অনস্বীকার্য। ‘আমরা তার অংশীদারিত্ব এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। তিনি এরপর থেকে আমাদেকর সঙ্গে সৃজনশীল অংশীদার হিসেবে না থাকলেও, সোনা পরিবারের একটা অংশ হয়ে থাকবেনই। আমরা উচ্ছ্বসিত সামনে আমাদের নতুন অধ্যায়ের জন্য।’, জানান গোয়েল। 

‘সেনাকে জীবনদান করা তাঁর কেরিয়ারের অন্যতম বড় মাইলস্টোন। তবে সোনার বাইরে পা রাখা তাঁকে সাহায্য করবে কেরিয়ারের আরও উপরে উড়ান দিতে। উচ্চাকাঙ্ক্ষাগুলিকে আরও বিস্তৃত করতে।’, আরও লেখা হয় সেই বিবৃতিতে। 

প্রিয়াঙ্কার ফ্যানপেজগুলি এই খবর শেয়ার করে নিতেই হতাশ অভিনেত্রীর ভক্তরা। একজন কমেন্টে লিখলেন, ‘এ বাবা কেন! আমি ভেবেছিলাম আমার ৪০ বছরের জন্মদিন এই রেস্টোরাঁয় পালন করব।’ আরেকজন লিখলেন, ‘নিক এই নামটা রেখেছিল। আশা করি সে ঠিক আছে!’ তৃতীয়জনের মন্তব্য, ‘আমার মনে হয় ওরা আরও বড় কিছুর পরিকল্পনা করছে। আমাদের সেরার জন্য অপেক্ষা করতে হবে।’

গত সপ্তাহে জোনাস ব্রাদার্সদের কনসার্টে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। কেভিন জোনাস, জো জোনাস আর নিক জোনাসের গানে বিভোর হয়েছিল নিউ ইয়র্কবাসী। মেয়ে মালতি মেরিকে নিয়ে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। সেখানে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। এক মহিলা ভক্ত কালো রঙা অন্তর্বাস খুলে তা নিকের উদ্দেশে ছোড়েন। ঘটনায় খানিক হতচকিত হলেও গান থামাননি নিক। সেই ব্রা অবশ্য গা-ও স্পর্শ করেনি নিকের। 

এর আগে এরকমই এক কনসার্টে নিকের দিকে সাদা ব্রা ছুঁড়ে মেরেছিল এক ভক্ত। আর মঞ্চে ঠিক পাশে দাঁড়ানো প্রিয়াঙ্কা চোপড়া প্রায় ছো মেরে সেটি ধরে নিয়েছিলেন। তা অবশ্য ২০১৯ সালের ঘটনা। তখন সদ্য নিকের গলায় মালা দিয়েছিলেন এই ভারতীয় সুন্দরী। 

প্রিয়াঙ্কাকে শেষবার প্রাইম ভিডিয়োর রুশো ব্রাদাসের স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এ দেখা গিয়ছে। একই সঙ্গে কাজ করেন রোমান্টিক কমেডি লাভ এগেইন-এ কেন্দ্রীয় চরিত্রে। এরপর ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে অ্যাকশন কমেডি হেডস অফ স্টেট-এ দেখা যাবে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কাশ্মীরের বাশোলিতে কুপোকাত কংগ্রেসের লাল সিং, কাঠুয়া ধর্ষণ কাণ্ডের ছায়া ইভিএমে! ‘আমার বদনাম আছে… কাঁদিয়ে ছাড়বো, ওঁরা বুঝতে পারছেনা…’ CCTV ফুটেজ পোস্ট অরিত্রর CPL 2024 চ্যাম্পিয়ন হয়ে মেসি-রোহিতকে কপি করলেন লুসিয়া কিংসের অধিনায়ক ডু প্লেসি ‘বুড়ির লজ্জা নেই’! কাটছে না আরজি করের রেশ, পুজোর ফোটোশ্যুটে ট্রোলে ঋতুপর্ণা ৫ মিনিট দাঁড়ালেই হচ্ছে কষ্ট, যন্ত্রণা সত্ত্বেও হিনা খানের হাসি মুখ দেখে অবাক সকল ‘সন্ত্রাসবাদীকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল’, পুলিশের গাড়ি গুঁড়িয়ে দিল জনতা অলিম্পিকের ব্যর্থতা পিছনে ফেলে রাজনৈতিক আখড়ায় দুর্দান্ত ফল ভিনেশের, জয় কত ভোটে? 'অনুরোধ আপনাদের কাছে…' সিংঘম এগেইনের ট্রেলার মুক্তি পেতেই অক্ষয় কেন এমন বললেন? Eye Care Tips: এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় কার্যকারিতা দেখাতে পারে মেয়োনিজ, বলছে গবেষণা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.