বাংলা নিউজ > বায়োস্কোপ > 'Project K' is now ‘Kalki 2898 AD’: অশুভ শক্তির সঙ্গে লড়াই প্রভাস-দীপিকার, নাম বদলে 'কল্কি 2898 AD' হল ‘প্রোজেক্ট K’

'Project K' is now ‘Kalki 2898 AD’: অশুভ শক্তির সঙ্গে লড়াই প্রভাস-দীপিকার, নাম বদলে 'কল্কি 2898 AD' হল ‘প্রোজেক্ট K’

নাম বদলে 'কল্কি 2898 AD' হল 'প্রোজেক্ট K'

'Project K' is now titled ‘Kalki 2898 AD’: নাগ অশ্বিনের ছবি 'প্রোজেক্ট K'-এর শিরোনাম নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে, নির্মাতারা ছবিটির প্রথম ঝলক এবং এর নাম প্রকাশ্যে এনেছেন। প্রভাসের এই ছবির নাম 'কল্কি 2898 AD'।

নাম পরিবর্তন হল ‘প্রোজেক্ট K’-এর। নাগ অশ্বিন পরিচালিত ছবির নতুন নামকরণ করে রাখা হয়েছে- 'কল্কি 2898 AD'। ছবির ঘোষণার পর থেকেই দর্শকমহলে উত্তেজনা ছিল তুঙ্গে। ছবিতে এক দিকে রয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস, অন্য দিকে দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনের মতো বলিউডের দুই বড় অভিনেতা। ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা কমল হাসনকে।

চলতি বছরে সান দিয়েগোর ‘কমিক কন’ অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। সায়েন্স ফিকশন ফ্যান্টাসি ড্রামায় নতুন ভারতীয় সুপারহিরো। প্রথম ঝলকের ভিডিয়ো সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে এবং ক্রমশ ভাইরাল হচ্ছে।

মার্ভেল মুভির মতোই নাগ অশ্বিনের এই অ্যাকশন ড্রামা অশুভ শক্তির সঙ্গে লড়বে। এতে সুপারহিরো কল্কির গল্প বলা হবে এবং এই চরিত্রে অভিনয় করছেন প্রভাস। একই সঙ্গে টিজারে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাচ্ছে হটকে স্টাইলে। টিজারে কমল হাসান এবং অমিতাভ বচ্চনের ঝলক মেলেনি। এমনকি ছবিট মুক্তির তারিখও ঘোষণা করা হয়নি। আরও পড়ুন: মণীশ মালহোত্রার গ্র্য়ান্ড শো, জমকালো লুকে হাজির দীপিকা, কাজল থেকে জাহ্নবীরা

সান ডিয়েগো কমিক কন ২০২৩-এ, 'প্রোজেক্ট K' খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছিল, যেটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। 'দিস ইজ প্রজেক্ট কে: ফার্স্ট গ্লিম্পস অফ ইন্ডিয়া'স মিথো-সাই-ফাই এপিক' হিসেবে এটিকে শিরোনাম দেওয়া হয়েছিল।

হিন্দুদের বিশ্বাস অনুসারে, 'কল্কি'কে ভগবান বিষ্ণুর দশম বা শেষ অবতার বলে মনে করা হয়। যখন কলিযুগ শেষ হবে, ধর্ম ভুগবে এবং অশুভ শক্তির আধিপত্য শুরু হবে, তখন 'কল্কি' আসবে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে নতুন যুগের সূচনা করবে।

প্রথম ঝলকের এক জায়গায় দেখা গিয়েছে মুখোশধারী এক বৃদ্ধকে। চোখ দেখে মনে হচ্ছে তিনি অমিতাভ বচ্চন। একই সঙ্গে ছবিতে কমল হাসানের নেতিবাচক চরিত্রের কথাও বলা হচ্ছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এই ছবিতে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে প্রভাস-দীপিকা।'কল্কি 2898 AD'-র সঙ্গেই তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন অভিনেত্রী, স্বাভাবিকভাবেই দর্শকমহলে উত্তেজনার পারদ তুঙ্গে।

বায়োস্কোপ খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.