বাবার সঙ্গে যোগাযোগ নেই মেয়ের। সেই আক্ষেপ বহুবার ধরা পড়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায়। প্রেরণাকে নিয়ে আবেগে ভাসতেও দেখা গিয়েছে ‘ইন্ডাস্ট্রি’কে। তবে এবার ভাইঝির সঙ্গে দেখা করলেন প্রসেনজিতের বোন পল্লবী। সেই রিউনিয়নের ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
প্রেরণার সঙ্গে ছবি শেয়ার করে নিলেন পল্লবী। আর ক্যাপশনে লিখলেন, ‘আমার ভাইঝি @prer1608-এর সঙ্গে কয়েক বছর পর পুনরায় দেখা হল—একটি সুন্দর ক্রিসমাস সারপ্রাইজ, আমার ছোট্ট এঞ্জেলকে এক অত্যাশ্চর্য মহিলা হয়ে উঠতে দেখলাম।’ প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রীকেও ট্যাগ করলেন তিনি সেই পোস্টে।
আরও পড়ুন: ‘দশরথকে ডাকা হোক প্ল্যানচেট করে’! অযোধ্যায় মোদী, রামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নচিকেতার
ক্রিসমাসের সারপ্রাইজ হিসেবেই পিসির সঙ্গে দেখা করলেন অপর্ণা। এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘বাবা-মেয়ে মুখোমুখি হল কি?’
আরও পড়ুন: প্রেম-ডিভের্সে চর্চায় টলিউড! চলতি বছরে ভালোবাসা সঙ্গ ছাড়ল এই তারকাদের
১৯৯২ সালে দেবশ্রী রায়কে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ। বছর তিনকে যেতে না যেতেই ভেঙে যায় সে সম্পর্ক। এরপরই ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা। এই বিয়েটাও টেকেনি। বছর পাঁচেক যেতে না যেতেই দুজনে ইতি টানেন সম্পর্কে।
অভিনয় জগতের সঙ্গে কোনও যোগ ছিল না অপর্ণার। ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন। দুজনের একটি মেয়েও হয়। যার নাম রাখেন তাঁরা প্রেরণা। শোনা যায়, প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা। আর সে কারণেই পরকীয়ার অভিযোগে বিদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি। চলে যান বিদেশে।
আরও পড়ুন: ফাংশনে দু’ঘণ্টা দেরিতে এলেন মোনালি ঠাকুর, মারমুখী জনতা! মাঝখান থেকে ক্রোধের মুখে সঞ্চালিকা
পেশায় আইনজীবী প্রসেনজিতের মেয়ে প্রেরণা। ব্রিটিশ যুক্তরাজ্যের বাসিন্দা। দিনকয়েক আগে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন, ‘তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা আছে, দেখা হয় না। বাইরে থাকে। আমি ওঁদের জীবনের মধ্যে ঢুকতে চাই না। তবে সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। ঈশ্বরের বিশ্বার করি, ঈশ্বর করুণাময়। খারপ হোক, ভালো হোক, আশা রাখি ঈশ্বর সে সময় দেবেন যখন আমরা একে অপরকে জড়িয়ে ধরব।’
অপর্ণার সঙ্গে ডিভোর্সের বছরেই অর্পিতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তাঁদের একমাত্র সন্তান তৃষাণজিৎ। খবর, দিনকয়েকের মধ্যেই সেই ছেলে হয়তো পা রাখবে অভিনয় জগতে। ছেলেকে নিয়ে নানা পোস্টে ভরা থাকে প্রসেনজিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। শুধু সেখানে জায়গা হয় না মেয়েরই।