অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না ২০০১ সালের ১৭ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন এবং তাদের দুটি সন্তান রয়েছে - ছেলে আরভ এবং মেয়ে নিতারা। ‘দ্য রণবীর শো’ পডকাস্টের একটি নতুন পর্বে, অভিনেতা টুইঙ্কলের সঙ্গে সম্পর্কের আগে কীভাবে জীবনের 'দু-তিনটে' ব্রেকআপের সঙ্গে মোকাবেলা করেছিলেন, সে সম্পর্কে মুখ খুলেছিলেন।
ব্রেকআপ সামলানো নিয়ে অক্ষয় কুমারকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘যখনই আমার ব্রেকআপ হয়েছে, ২-৩বারই হয়েছে, আমি বেশি বেশি করে ব্যায়াম করতাম। আসলে ভিতরে এত রাগ ছিল যে, সেগুলোকে ওভাবেই চ্যানেলাইজ করতাম।’
আরও পড়ুন: পার্কস্ট্রিটে মা-এর শ্যুটে কাজল! গোলাপি লং গাউনে রাস্তার ধারে নায়িকা, দেখুন ছবি
রবিনা ট্যান্ডন, শিল্পা শেট্টি, পূজা বাত্রার মতো অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছিল অক্ষয়ের। ‘আমি ওয়ার্ক আউট মোডে চলে যেতাম। খেতামও একেবারে কবজি ডুবিয়ে। আমি মনে করি একজন মার্শাল আর্টিস্ট ব্রেক-আপের সঙ্গে মোকাবিলা করার ভালো উপায় এটি।’
রবীনা এবং অক্ষয় ১৯৯৫ সালে ডেটিং শুরু করেছিলেন এবং ৯০ এর দশকের শেষের দিকে বাগদান করেন। তবে আংটি বদলের পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০১ সালে অক্ষয় টুইঙ্কলকে বিয়ে করন। অন্য দিকে, ২০০৪ সালে চলচ্চিত্র প্রযোজক-ব্যবসায়ী অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা।
আরও পড়ুন: ‘বুম্বাদা আমায় প্রস্তাব দিয়েছে…’, ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটি নিয়ে ফের সরব শ্রীলেখা
তাদের ভাঙা বাগদান সম্পর্কে কথা বলতে গিয়ে রবিনা ২০২৩ সালে এএনআইকে বলেছিলেন, ‘মোহরার সময় আমরা হিট জুটি ছিলাম। এখনও সোশ্যাল গ্যাদারিংয়ে আমরা মুখোমুখি হই। আমরা সবাই একসঙ্গে হই। কথাও বলি। আজকাল মেয়েরা কলেজে রোজ তাঁদের প্রেমিক বদল করছে, আর একটা বাগদান যা ভেঙে গিয়েছে, তা এখনও লোকের মাথায় আটকে। আমি জানি না কেন। সবাই এগিয়ে যায়, মানুষের ডিভোর্স হয়, তারা এগিয়ে যায়। এটা আর এমন কী বড় কথা।’
আরও পড়ুন: চেরা ভ্রু, নতুন হেয়ারস্টাইল! কত খরচ করেছেন বিরাট তাঁর IPL লুকের জন্য, খোলসা করল হেয়ারড্রেসার
শোনা যায়, রবিনার সঙ্গে ব্রেকআপের পিছনে নাকি কারণ ছিল অক্ষয় আর শিল্পার সম্পর্ক। সেই সময় ‘ক্যাসানোভা’ নাম দেওয়া হয়েছিল অক্ষয়কে। যাই হোক, কাজের সূত্রে আপাতত প্রাক্তনদের কাছে ফিরছেন খিলাড়ি। ‘ওয়েলকাম ৩’-তে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দুই প্রাক্তন।
অন্য দিকে, শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি আসতে চলেছে ‘ধড়কন ২’। তবে তাতে অক্ষয় আর শিল্পা জুটি হিসেবে থাকবেন কি না, তা নিয়ে মেলেনি নিশ্চিত কোনও তথ্য়।