প্লেটে করে সার্ভ হওয়া পিৎজা তো সকলেই খেয়েছেন। কিন্তু মটকা বা ছোট্ট মাটির কাপে করে সার্ভ করা পিৎজা খেয়েছেন কি কখনও? পঞ্জাবের জলন্ধরের এই জুটি কিন্তু সেটাই বিক্রি করেন। আর এই বিশেষ খাবারটিই তাঁদের জনপ্রিয় করে তুলেছে। সম্প্রতি তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, আর সেটার জেরেই তাঁদের নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তবে এবার এই দোকানের মালিক সহজ আরোরা জানালেন এই ভিডিয়ো ফেক।
পঞ্জাবের সহজ আরোরা এবং তাঁর স্ত্রী জলন্ধরের রাজপথে এই বিশেষ ধরনের পিৎজা বিক্রি করে থাকেন মাটির ভাঁড় বা কাপে করে। আর আজকাল মানুষ নতুনত্ব, বিশেষ ধরনের জিনিসই পছন্দ করে। ফলে তাঁদের জনপ্রিয় হতে বেশি সময় লাগেনি। সম্প্রতি এই জুটি একটি পিৎজা বানাতে বানাতে তাঁদের আলাপ হওয়ার এবং প্রেমে পড়ার গল্প শুনিয়েছেন একটি ভিডিয়োতে।
কী ঘটেছে আদতে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই জুটি একটি ভিডিয়ো আবারও ভাইরাল হয়ে যায় যেখানে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের এই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনা ঘটার পরই সহজ জানিয়েছেন এই ভিডিয়ো ফেক।
আরও পড়ুন: মেট্রোর মধ্যে গভীর চুম্বনে আবদ্ধ এক জুটি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিল্লির ঘটনা
আরও পড়ুন: কলকাতা মেট্রোয় ছোট্ট দুর্গার আবির্ভাব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুকুট-শাড়ি পরা এই খুদে
কী বলছেন সহজ?
ইনস্টাগ্রামে সহজ আরোরা তাঁর প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেন এই ঘটনা ঘটার পর। তাঁকে জলন্ধরের পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে এই ভিডিয়ো বানাতে দেখা যায়। তিনি সেখানেই বলেন এই ভিডিয়ো ভুয়ো, কেউ ইচ্ছে করে এটি বানিয়ে তাঁদের থেকে টাকা আদায় করতে চেয়েছিল ব্ল্যাকমেইল করে। তিনি সেই টাকা দিয়ে অস্বীকার করায় এটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হয়। তিনি জানান তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। এই ভিডিয়োটি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে বানানো হয়েছে বলেও তিনি দাবি করেন এবং সকলকে অনুরোধ করেন তাঁরা যেন এটিকে শেয়ার না করেন।
এরপর তিনি আরও একটি ভিডিয়ো পোস্ট করে জানান এই ভুয়ো ভিডিয়োর জেরে তাঁকে এবং তাঁর পরিবারকে ঠিক কী কী সহ্য করতে হচ্ছে। প্রসঙ্গত সহজ এবং তাঁর স্ত্রী সদ্যই বাবা মা হয়েছেন।