বাংলা নিউজ > বায়োস্কোপ > Kulhad Pizza: অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল, 'ভুয়ো' দাবি করে পুলিশের দ্বারস্থ পঞ্জাবের কুলহাড় পিৎজা বিক্রেতারা

Kulhad Pizza: অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল, 'ভুয়ো' দাবি করে পুলিশের দ্বারস্থ পঞ্জাবের কুলহাড় পিৎজা বিক্রেতারা

পুলিশের দ্বারস্থ পঞ্জাবের কুলহা পিৎজা বিক্রেতারা

Viral Video: পঞ্জাবে কুলহাড় পিৎজা বিক্রি করার জন্য দারুণ জনপ্রিয় এই জুটি। আহা আপনি তো প্লেটে সার্ভ হওয়া পিৎজা খেয়েছেন, কিন্তু কখনও কি মটকা বা ছোট্ট ভাঁড়ে করে পিৎজা খেয়েছেন? এঁদের খাবারের বিশেষত্ব হল এটা। কিন্তু তাঁরা আচমকা পুলিশের কাছে গেলেন কেন?

প্লেটে করে সার্ভ হওয়া পিৎজা তো সকলেই খেয়েছেন। কিন্তু মটকা বা ছোট্ট মাটির কাপে করে সার্ভ করা পিৎজা খেয়েছেন কি কখনও? পঞ্জাবের জলন্ধরের এই জুটি কিন্তু সেটাই বিক্রি করেন। আর এই বিশেষ খাবারটিই তাঁদের জনপ্রিয় করে তুলেছে। সম্প্রতি তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, আর সেটার জেরেই তাঁদের নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তবে এবার এই দোকানের মালিক সহজ আরোরা জানালেন এই ভিডিয়ো ফেক।

পঞ্জাবের সহজ আরোরা এবং তাঁর স্ত্রী জলন্ধরের রাজপথে এই বিশেষ ধরনের পিৎজা বিক্রি করে থাকেন মাটির ভাঁড় বা কাপে করে। আর আজকাল মানুষ নতুনত্ব, বিশেষ ধরনের জিনিসই পছন্দ করে। ফলে তাঁদের জনপ্রিয় হতে বেশি সময় লাগেনি। সম্প্রতি এই জুটি একটি পিৎজা বানাতে বানাতে তাঁদের আলাপ হওয়ার এবং প্রেমে পড়ার গল্প শুনিয়েছেন একটি ভিডিয়োতে।

কী ঘটেছে আদতে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই জুটি একটি ভিডিয়ো আবারও ভাইরাল হয়ে যায় যেখানে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের এই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনা ঘটার পরই সহজ জানিয়েছেন এই ভিডিয়ো ফেক।

আরও পড়ুন: মেট্রোর মধ্যে গভীর চুম্বনে আবদ্ধ এক জুটি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিল্লির ঘটনা

আরও পড়ুন: কলকাতা মেট্রোয় ছোট্ট দুর্গার আবির্ভাব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুকুট-শাড়ি পরা এই খুদে

কী বলছেন সহজ?

ইনস্টাগ্রামে সহজ আরোরা তাঁর প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেন এই ঘটনা ঘটার পর। তাঁকে জলন্ধরের পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে এই ভিডিয়ো বানাতে দেখা যায়। তিনি সেখানেই বলেন এই ভিডিয়ো ভুয়ো, কেউ ইচ্ছে করে এটি বানিয়ে তাঁদের থেকে টাকা আদায় করতে চেয়েছিল ব্ল্যাকমেইল করে। তিনি সেই টাকা দিয়ে অস্বীকার করায় এটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হয়। তিনি জানান তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। এই ভিডিয়োটি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের সাহায্যে বানানো হয়েছে বলেও তিনি দাবি করেন এবং সকলকে অনুরোধ করেন তাঁরা যেন এটিকে শেয়ার না করেন।

এরপর তিনি আরও একটি ভিডিয়ো পোস্ট করে জানান এই ভুয়ো ভিডিয়োর জেরে তাঁকে এবং তাঁর পরিবারকে ঠিক কী কী সহ্য করতে হচ্ছে। প্রসঙ্গত সহজ এবং তাঁর স্ত্রী সদ্যই বাবা মা হয়েছেন।

বায়োস্কোপ খবর

Latest News

অস্ত্রোপচারের দু'সপ্তাহ পরই ৩৩ বছরের আমলার মৃত্যু, কারণ খুঁজতে শুরু তদন্ত ২০১২ সালে উদ্ধার হয় বোনের কঙ্কাল! নৃশংস সেই হত্যার কথা আজও দিদিকে বলেননি বিজয়েতা আগামিকাল কি কোনও সুখবর আনবে? কালকের কথা আজই জানুন, রইল ২০ সেপ্টেম্বরের রাশিফল কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক ‘ভয়ংকর সুন্দর’, সাদা সিংহের সঙ্গে মহিলার ভালোবাসার ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা ২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত বুড়ো হাড়ে ভেল্কি! চেন্নাইতে শতরান করে অশ্বিন বললেন, ‘বাংলাদেশ আর আন্ডারডগ নয়’… ‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.