বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: মেট্রোর মধ্যে গভীর চুম্বনে আবদ্ধ এক জুটি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিল্লির ঘটনা

Viral Video: মেট্রোর মধ্যে গভীর চুম্বনে আবদ্ধ এক জুটি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিল্লির ঘটনা

মেট্রোর মধ্যে গভীর চুম্বনে আবদ্ধ এক জুটি

Viral Video: দিল্লি মেট্রোর কোনও এক কামরার কাছে একে অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে যুগল। শুধু দাঁড়িয়ে নয়, গভীর চুম্বনে আবদ্ধ হলেন তাঁরা।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে বহুবার যাত্রীদের সচেতন করা হয়েছে যেন তাঁরা কোনও রকম অশালীন কাজকর্ম না করেন মেট্রোতে। এমন কিছু না করেন যাতে অন্য যাত্রীরা বিরক্ত বা বিব্রত হন। কিন্তু তাতে থোড়াই কেয়ার! আবারও দিল্লি মেট্রোর একটি ভিডিয়ো রীতিমত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি প্রেমী জুটি প্যাশনেট ভাবে একে অন্যকে মেট্রোর মধ্যে দাঁড়িয়ে চুমু খাচ্ছে। দিল্লি মেট্রোর একটি কামরার দরজার কাছে দাঁড়িয়ে ছিল সেই জুটি। বাকি যাত্রীদের এক প্রকার অবজ্ঞা করেই তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরেন। তারপর গভীর চুম্বনে লিপ্ত হন। আশেপাশে যাঁরা দাঁড়িয়ে ছিলেন তাঁরা বিব্রত বোধ করে সরে গেলেও তাঁদের বিশেষ হেলদোল দেখা গেল না। কেউ কেউ আবার এসব দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলেন। সবটা দেখে এমন মনে হচ্ছিল যেন তাঁরা এসব বহুদিন ধরেই অভ্যস্থ। পাত্তাই দিলেন না।

যদিও এই ভিডিয়োতে সেই জুটির কারও মুখ দেখা যাচ্ছে না। তাঁদের মুখ ব্লার করা ছিল। তবে এক্সের এই পোস্ট থেকে জানা গিয়েছে আনন্দ বিহারের কাছে এই ঘটনা ঘটেছে। সেই ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছে, 'দিল্লি মেট্রোর (OYO) আরেকটি ইমোশনাল ভিডিয়ো। আমরা হয়তো ভুলে গেছি প্রেম অন্ধ, মানুষ নয়।'

আরও পড়ুন: কলকাতা মেট্রোয় ছোট্ট দুর্গার আবির্ভাব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুকুট-শাড়ি পরা এই খুদে

আরও পড়ুন: বাংলাদেশি বন্ধুদের মজলিস জমল গীতা দত্তের গানে, ফেসবুকে পোস্ট হতে নিমেষেই ভাইরাল, দেখুন ভিডিয়ো

এই ভিডিয়ো পোস্ট হওয়ার পরই সেটা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই এটা শেয়ার করেছেন। কেউ কেউ আবার মজাদার সব কমেন্ট করেছেন। এক ব্যক্তি রাগ প্রকাশ করে লেখেন, 'ওই সময়ই দুটো থাপ্পড় মারা উচিত ছিল।'

যদিও এর আগে এমন ঘটনা ঘটার সময় দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছিল, 'দিল্লি মেট্রোয় ভদ্রতা এবং সামাজিক নিয়ম মেনে চলবেন। দয়া করে কোনও অশালীন বা আপত্তিকর কাজকর্মে লিপ্ত হবেন না যাতে অন্যরা অসুবিধায় পড়েন। যদি কাউকে আবারও এমনটা করতে দেখা যায় তাহলে জানবেন সেটা কিন্তু সেকশন ৫৯ এর আওতায় দণ্ডনীয় অপরাধ।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.