বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: কলকাতা মেট্রোয় ছোট্ট দুর্গার আবির্ভাব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুকুট-শাড়ি পরা এই খুদে

Viral Video: কলকাতা মেট্রোয় ছোট্ট দুর্গার আবির্ভাব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুকুট-শাড়ি পরা এই খুদে

কলকাতা মেট্রোয় ছোট্ট দুর্গার আবির্ভাব!

Viral Video: মাথায় মুকুট-টিকলি, পরনে শাড়ি, গোটা মেট্রো ছোটাছুটি করছে একরত্তি। এ হেন ভিডিয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট হতেই ভাইরাল হল নিমেষে।

মাথায় মুকুট-টিকলি, ওড়না। পরনে গোলাপি রঙের শাড়ি। খোঁপায় আবার গোলাপ গোঁজা। পায়ে নাগরাই জুতো। এই সাজে ছোট্ট পায়ে দৌড়ে বেড়াচ্ছে এই ছোট্ট মেয়েটা। আর মাঝে মধ্যেই ভুবন ভোলানো হাসি দিয়ে মন জয় করছে সবার। কলকাতা মেট্রোয় এদিন যাঁরা ওর সঙ্গে একই কামরায় সফর করছিলেন কেউ ফোন ঘাঁটায় ব্যস্ত ছিলেন না। রিল দেখছিলেন না বা খবর পড়ছিলেন না। বরং সকলেই ক্যামেরা বের করে এই একরত্তির ভিডিয়ো করতে ব্যস্ত ছিলেন। পুজোর আগে যেন ছোট্ট দুর্গা মর্তে নেমে এসেছেন। সকলেই তাঁর মিষ্টি কাণ্ড কারখানায় মুগ্ধ হয়েছেন।

আজকাল কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়াতেই ডুবে থাকেন সকলে। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললে কতরকমের রিল, ভিডিয়ো দেখা যায়। কিছু কিছু ভিডিয়ো দেখে যেমন হাসি পায়, তেমন রাগ ধরে। কিন্তু কিছু ভিডিয়ো থাকে যা আপনার মন ভালো করে দেয়, দিতে বাধ্য। আর তেমনই একটি মিষ্টি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিয়ো

কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে? এক ছোট্ট শিশুকন্যা শাড়ি গয়না পরে গোটা মেট্রো জুড়ে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, হাসছে। মেট্রো স্টেশনেও তাকে খেলে বেড়াতে দেখা যাচ্ছে। আর তার সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। সকলেই তাকে এক ডাকে ছোট্ট দুর্গার আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশি বন্ধুদের মজলিস জমল গীতা দত্তের গানে, ফেসবুকে পোস্ট হতে নিমেষেই ভাইরাল, দেখুন ভিডিয়ো

দুর্গাপুজো আসতে আর কটাদিন বাকি। মাত্র খানেকের ব্যাপার, তার আগে এই দৃশ্য দেখে মুগ্ধ সকলেই। নেটিজেনরা তো বটেই ভাইরাল ভিডিয়োতে পর্যন্ত দেখা যাচ্ছে যাঁরা তার সহযাত্রী ছিলেন তাঁরা সকলেই ফোনে ওর ভিডিয়ো করতে, ছবি করতে ব্যস্ত। কেউ কেউ আবার ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। বা ক্যামেরা বের করে ছবি তুলেছেন। আর হবে নাই বা কেন এই একরত্তির থেকে চোখ ফেরানো যে দায়! তার হাসিতেই সে বাজিমাত করেছে যেন।

অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ওমা ছোট্ট দুর্গাটা কী মিষ্টি! সেরা রিল।' একজন লিখেছেন, 'ওকে তো তুলে নিয়ে আমার বাড়ি চলে আসব।' তবে অধিকাংশ মানুষের বক্তব্যই এক, ' কী মিষ্টি', 'কী সুন্দর', 'ছোট্ট দুর্গা'। ইতিমধ্যেই এই ভিডিয়োটি ৫ লাখের বেশি লাইক পেয়েছে। ভিউজ হয়েছে আরও বেশি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রথম একাদশে ফিরছেন সরফরাজ, চোটের কারণে বাদ শুভমন গিল: রিপোর্ট ১২ ঘণ্টায় সব জল নেমে গেল! তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজে অবাক উনাদকাট ১৭,০০০ কর্মী ছাঁটাই করবে বোয়িং, কী কারণ জানালেন সিইও PM Internship Scheme: কোন কোন বড় কোম্পানিতে আবেদন করা যাবে? আর্থিক খাতে এগোচ্ছে গ্রামীণ ভারত, ৫ বছরে গড় আয় বাড়ল ৫৮ শতাংশ দ্রোহের কার্নিভালে যোগ জনতার, উৎসবের কার্নিভাল মমতাময়, গানও তাঁর, নাচলেনও তিনি রাগ করে ছাড়েন চাকরি, AI জিনিয়াসকে ফেরাতে ২২৫৮৪২১৯৩৯০০ টাকা দিয়েছে Google! মহাকাশে এ কোন রহস্যময় আলো! ভিডিয়ো দেখিয়ে তাক লাগালেন NASA নভোচারী আফগানিস্তানের সংবাদমাধ্যমে জীবন্ত প্রাণীর ছবি দেখানো যাবে না, ফতোয়া তালিবানের MBBS-এ পড়ুয়া ভর্তি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের! বদলে যাবে এই নিয়ম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.