জীবনের প্রথম পরিচালনাতেই ছক্কা হাঁকিয়েছেন আর মাধবন। তাঁর পরিচালনায় ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা ফিচার ফিল্মের খেতাব জিতেছে ছবিটি। এবার আরও একটা বড় দায়িত্ব পেলেন আর মাধবন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) সভাপতি নির্বাচিত হলেন মাধবন, সঙ্গে FTII পরিচালনা পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন তিনি।
আর মাধবনকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এক্স- (টুইটার)এ তিনি লিখেছেন, ‘FTIIO অফিসিয়ালের সভাপতি এবং গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মনোনীত হওয়ার জন্য অভিনেতা মাধবনজিকে আন্তরিক অভিনন্দন জানাই।’ অনুরাগ ঠাকুর লেখেন, ‘আমি নিশ্চিত যে আপনার বিশাল অভিজ্ঞতা এবং দৃঢ় নৈতিকতা এই ইনস্টিটিউটকে সমৃদ্ধ করবে, ইতিবাচক পরিবর্তন আনবে এবং এটিকে উচ্চতর স্তরে নিয়ে যাবে। আপনার জন্য আমার শুভকামনা’।
আরও পড়ুন-১৪ বছর পর ঋতুপর্ণার হাত ধরে ফের বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর
অনুরাগ ঠাকুরের টুইটের পাল্টা উত্তর দিয়েছেন মাধবন। তিনি পাল্টা উত্তরে লেখেন, ‘অনুরাগ ঠাকুরজির সম্মান এবং শুভেচ্ছার জন্য আপ
প্রসঙ্গত, ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ জাতীয় পুরস্কার পাওয়ার আর মাধবনকে শুভেচ্ছা জনিয়েছিলেন খোদ এ আর রহমান। ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমাটি ‘ওপেনহাইমারের থেকে ভালো’ বলে দাবি করেছিলেন রহমান।