Rahul Vaidya and Disha Parmer: বিয়ের দু-বছরের মাথায় সুখবর দিলেন রাহুল-দিশা। বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি।
1/6মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা দিশা পারমার ও গায়ক রাহুল বৈদ্য। বৃহস্পতিবার প্রেগন্যান্সি নিউজ শেয়ার করলেন তারকা দম্পতি। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রাহুল-দিশা। ২০২১ সালের জুলাই মাসে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। বিয়ের দু-বছরের মাথায় দিশার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর মিলল। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6এদিন অভিনব কায়দায় মাতৃত্বের খবর ভাগ করে নিলেন দিশা। স্লেটের উপর চক দিয়ে লেখা ‘মাম্মি অ্যান্ড ড্যাডি’। হাসি মুখে পোজ দিলেন দম্পতি। আঁটসাট কালো পোশাকে সুস্পষ্ট নায়িকার বেবি বাম্প। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6এরই সঙ্গে নিজের আল্ট্রা-সোনোগ্রাফির দুটো ছবিও পোস্ট করেন দিশা। সেখানে ধরা পড়ল তাঁর গর্ভস্থ সন্তানের ঝলক। দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মৌনি রায়, অনিতা হাসনন্দানি, ভারতী সিং, ধৃষ্টি ধামিরা। দিশার ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ কো-স্টার নকুল মেহতা লেখেন, ‘দুর্দান্ত খবর’।
5/6ফ্যানেরা ভালোবাসে dishul বলে ডাকে এই জুটিকে। রাহুলের গান শুনে মুগ্ধ হয়েছিলেন দিশা, ইনস্টাগ্রামে মেসেজ করেন গায়ককে। এরপরই শুরু বন্ধুত্ব। পরে বিগ বস সিজন ১৪-র মঞ্চে দিশাকে বিয়ের প্রস্তাব দেন ইন্ডিয়ান আইডল সিজন ১-এর ফাইনালিস্ট। (ছবি ইনস্টাগ্রাম)
6/6‘প্যায়ার কা দরদ হ্য়ায়, মিঠা মিঠা প্যায়ারা প্যায়ারা’ সিরিয়ালের সুবাদে চর্চায় উঠে এসেছিলেন দিশা। পরে একতা কাপুরের হিট মেগা ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’তে দেখা মিলেছে তাঁর। সম্প্রতি রাহুলের একটি মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন দিশা। (ছবি-সংগৃহিত)