বাংলা নিউজ > বায়োস্কোপ > Raj Chakraborty: টলিউডে কমছে ব্লকব্লাস্টার হিটের সংখ্যা, 'বাজার বদলাচ্ছে আমাদেরও বদলানো উচিত' মত রাজের

Raj Chakraborty: টলিউডে কমছে ব্লকব্লাস্টার হিটের সংখ্যা, 'বাজার বদলাচ্ছে আমাদেরও বদলানো উচিত' মত রাজের

আবার প্রলয় সিরিজের হাত ধরে ওয়েব মাধ্যমে পা রাখছেন রাজ চক্রবর্তী

Raj Chakraborty: আবার প্রলয় সিরিজের হাত ধরে ওয়েব মাধ্যমে পা রাখছেন রাজ চক্রবর্তী। তার আগে নিজের আগামী পরিকল্পনা থেকে কাজের বিষয়ে নানা তথ্য জানালেন।

‘আবার প্রলয়’ সিরিজের হাত ধরে ওয়েব মাধ্যমে পা রাখছেন রাজ চক্রবর্তী। তার আগে নিজের আগামী পরিকল্পনা থেকে কাজের বিষয়ে নানা তথ্য জানালেন। ‘আবার প্রলয়’ সিরিজে শ্বাশত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, প্রমুখ রয়েছেন।

‘আবার প্রলয়’ সিরিজ দিয়েই কেন সিরিজে হাতেখড়ি? এই বিষয়টাকে কেন বাছলেন পরিচালক রাজ? আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, 'প্রলয় আমার খুবই পছন্দের একটা বিষয়। ছোট পর্দায় আমি এটা নিয়ে কাজ করেছিলাম, প্রলয় আসছেন তারপর বড় পর্দায় আমার প্রথম প্রযোজনা ছিল প্রলয়। আবার প্রলয় একদম কমার্শিয়াল একটা প্যাকেজ। আমি এতদিন যেটা ভেবেছি করব বলে সেটা অবশেষে বাস্তবায়িত হল। তবে এই সিরিজের সঙ্গে ছবির কোনও মিল নেই শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র ছাড়া।'

তবে এই ছবির অন্যতম আকর্ষণ হিসেবে তিনি গড়ে তুলেছেন ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটিকে। একেবারে অদেখা লুকে দেখা দিয়েছেন তিনি এখানে। এটা কেন? এই প্রসঙ্গে রাজ বলেন, 'আমি ওকে বলেছিলাম যে ওকে সবাই এতদিন যেভাবে দেখে এসেছে তার থেকে লুক একদমই আলাদা হবে। কিন্তু এখানে ওকে আদতে কীভাবে দেখা যাবে না চরিত্র কেমন সেটা বললে সিরিজের মজা নষ্ট হবে তাই ওটা সাসপেন্স থাক।'

কিন্তু ‘স্যাক্রেড গেমস’-এর পঙ্কজ ত্রিপাঠীর যেমন লুক ছিল তেমনটা সাজানোর কি কোনও বিশেষ কারণ আছে? দর্শকরা যেমন অনুমান করছেন দুটো চরিত্র কি অনেকটা এক? এই প্রশ্নের জবাবে পরিচালক বলেন, 'ট্রেলার দেখে যদি সব বোঝা যেত তাহলে কেউ আর সিনেমা বা সিরিজ বানাত না। সিরিজ দেখার পর যদি কারও এটা মনে হয় তখন জবাব দেব।'

রাজ চক্রবর্তী মানেই আগে একটা ধারণা ছিল যে ছবি ব্লকব্লাস্টার হিট হবে। কিন্তু বোঝে না সে বোঝে নার পর আর তেমন কোনও ছবি করেননি যা প্ত সাড়া পেয়েছিল। এটা কেন? রাজের মতে, 'ব্লকব্লাস্টার হিট সত্যি হয়নি অনেকদিন। কিন্তু কেন সেটা আমিও দেখছি। তবে বোঝে না সে বোঝে নার পর কিন্তু সুপারহিট ছবি হয়েছে। কিন্তু ২০১৫-১৬ এর পর বাংলা ছবির বাজার বদলে গেছে। আমাদের তাই উচিত নিজেদের ধারা বদলানো। আমি আগামী দিনে আবারও মারমার কাটকাট ছবিই করব।'

তার মানে যে গুঞ্জন শোনা যাচ্ছে দেবকে নিয়ে সেটাই সঠিক? এসভিএফের সঙ্গে হাত মিলিয়ে কপ ইউনিভার্স আনছেন রাজ? 'এটা এখন একদমই প্রাথমিক পর্যায় আছে। কোনও কিছু ফাইনাল নয়', মত পরিচালকের।

বন্ধ করুন