হৃত্বিক রোশনের কৃষ-৪ আসবে। এ তো আনন্দের বিষয়। বহুদিন ধরেই শোনা যাচ্ছে এই চর্চা। তবে নাকি কৃষ-৪-এর শ্যুটিং শুরু করতে অনীহা রয়েছে খোদ পরিচালক রাকেশ রোশনের। তিনি নাকি ছবির বিষয়ে বেশ চিন্তিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সেকথা।
সম্প্রতি ইন্ডিয়া টু'ডে-কে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেন, ‘যা হচ্ছে তা হল যে দর্শকরা এখনও প্রেক্ষাগৃহে বিশেষ আসছেন না (কোভিডের পরে)। তাই এটা নিয়ে আমার মনে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। কৃষ একটি বড় ছবি হতে চলেছে। তবে পৃথিবী এখন ছোট হয়ে গেছে এবং আমাদের বাচ্চারা আজকাল হলিউড সুপারহিরো ফিল্ম দেখতে অভ্যস্ত যেগুলো ৫০০-৬০০ মিলিয়ন ডলারের বাজেটের ছবি। সেই দিক থেকে আমাদের ছবির বাজেট অনেক কম। মাত্র ২০০-৩০০ কোটির বাজেট রয়েছে।’
আরও পড়ুন-‘আমি চুপ বলেই সব দোষ আমার ঘাড়ে!’ সোহিনী-র সঙ্গে ঝামেলার ঘটনায় মুখ খুললেন তৃণা
আরও পড়ুন-আমার অবদান শূন্য, এই ‘ডোলা রে ডোলা’ আমি খুব একটা ভালো করতে পারিনি: প্রীতম
রাকেশ রোশনের কথায়, ‘এরপরেও ছবিতে কীভাবে সেই লুক (হলিউডি লুক) দেওয়া যায়? এক্ষেত্রে তাই আমি ১০ এর যেন মনের মতো হয়। ভিএফএক্স কোয়ালিটি ভালো হতে হবে। আমরা দেখছি কীভাবে বাজেট ও উৎপাদন খরচ সব মেইনটেইন করা যায়। আজকাল মুক্তি পাওয়া বড় ছবিগুলো তেমন ভালো চল না... আমরা এগিয়ে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তবে বর্তমানে যে পরিস্থিতির দিকে তাকালে দেখছি বহু ছবি ভালো ফল করছে না। এই ছবিগুলি যা আয় করছে তা প্রযোজনা ব্যয়ের সঙ্গে যাচ্ছে না। তাই কৃষ ৪ নিয়ে এখনই কিছু ভাবছি না। এটি হবে অবশ্যই, তবে এক বছরের জন্য নয়। সম্ভবত তার পরে।’
গত জানুারিতে কৃষ ৪ নিয়ে হৃত্বিক রোশন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি মনে করি, আমাদের সকলের একসঙ্গে কাজ করা উচিত। একটু প্রার্থনা করুন। সবকিছু সেট করা হয়েছে (ক্রিশ ৪ সম্পর্কে), কিন্তু আমরা একটি সামান্য প্রযুক্তিগত বিষয়ে আটকে আছি। আশা করছি, বছরের শেষ নাগাদ আমরা তা কাটিয়ে উঠব। ক্রিশ ৪ অবশ্যই পাইপলাইনে রয়েছে এবং এটি শীঘ্রই রূপ পাবে।’
তারও আগে ২০১৮ সালের এক সাক্ষাৎকারে রাকেশ রোশন বলেছিলেন ২০২০-র ক্রিসমাসে মুক্তি পাবে কৃষ-৪। তবে বাস্তবে এখনও শ্যুটিং শুরু করাই সম্ভব হয়নি। তাই অপেক্ষা ছাড়া উপায় নেই।