বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi-Sherlyn: ‘ব্ল্যাকমেল করার জন্য তারকাদের সঙ্গে…’, শার্লিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাখির

Rakhi-Sherlyn: ‘ব্ল্যাকমেল করার জন্য তারকাদের সঙ্গে…’, শার্লিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাখির

শার্লিন চোপড়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাখির

Rakhi-Sherlyn: রাখি এবং শার্লিনের মধ্যে চলছে অভিযোগ পালটা অভিযোগের পালা। শার্লিন রাখিকে ‘চর্বির দোকান’ বলে কটাক্ষ করেছিলেন। তিন দিন পর মুখ খুললেন রাখি। 

শার্লিন চোপড়া এবং রাখি সাওয়ান্তের ক্যাটফাইট বেশ কিছুদিন ধরেই শিরোনামে। পরিচালক সাজিদ খানকে দুই টেলি তারকার বাগবিতণ্ডা তুঙ্গে। সাজিদের বিগ বসের ঘরে যোগদান নিয়ে আওয়াজ তুলেছিলেন শার্লিন চোপড়া। প্রতিবাদী শার্লিন চোপড়া অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পর্যন্ত জমা দিয়েছিলেন। তবে এক্ষেত্রে সাজিদের হয়ে সোচ্চার রাখি।

ব্ল্যাকমেল করার জন্য সেলিব্রিটিদের সঙ্গে অশ্লীল ভিডিয়ো শ্যুট করেন, শার্লিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাখির। দুজনের মধ্যে চলছে অভিযোগ পালটা অভিযোগের পালা। শার্লিন রাখিকে ‘চর্বির দোকান’ বলে কটাক্ষ করেছেন। এর পালটা রাখি তাঁকে পর্ন তারকা বলে কটাক্ষ করেন।

আরও পড়ুন: হাসপাতালে প্রথম পরিচয়, ‘ও নিজেই এসেছিল আলাপ করতে’, ঐন্দ্রিলাকে নিয়ে লিখলেন গৌরব

সম্প্রতি প্রেমিক আদিলের সঙ্গে মুম্বইয়ে পাপারাৎজ্জির মুখোমুখি হন রাখি। মিডিয়ার সামনে রাখি দাবি করেন, শার্লিন একজন পর্ন তারকা এবং ইউটিউবে তাঁর প্রচুর প্রলোভনমূলক ছবি এবং ভিডিয়ো পাওয়া যাবে। ও সেলিব্রিটি, রাজনীতিবিদদের সঙ্গে নিজেই ঘনিষ্ট হয়ে আপোষমূলক ভিডিয়ো শ্যুট করে। পরে প্রভাবশালী ও শক্তিশালী ব্যক্তিত্বদের সেই নিয়ে ব্ল্যাকমেল করেন।

রাখি দাবি করেন করেন, এর আগে একবার আলিবাগে সেক্স ব়্যাকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধরা পড়েছিলেন শার্লিন। প্রভাবশালী ব্যক্তিদের প্রলুব্ধ করে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের জন্য পরিচিত তিনি। পা থেকে মাথা পর্যন্ত ওর সার্জারি করা। এ দিন শার্লিনকে নিয়ে সংবাদমাধ্যমের সামনে রীতিমতো ঠাট্টা করেন রাখি।

রাখির অভিযোগে পালটা জবাব দিতে ভোলেননি শার্লিন। তিনি বলেন, রাখির মুখের ভাষা খুব খারাপ। পাঁচতারা হোটেলে ইভেন্ট আয়োজন করে সেখানে হাজির থাকেন ড্রামা কুইন। তাঁর আরও অভিযোগ, রাখি স্বামী এবং বয়ফ্রেন্ড পরিবর্তন করেন, তাঁদের সঙ্গে চুক্তির ভিত্তিতে থাকেন।

 

বন্ধ করুন