বাংলা নিউজ > বায়োস্কোপ > Ram Setu Box Office Prediction: প্রি বুকিং ২ কোটির, অক্ষয়ের রাম সেতু দেখার পরিকল্পনা থাকলে এই খবর মিস করবেন না!

Ram Setu Box Office Prediction: প্রি বুকিং ২ কোটির, অক্ষয়ের রাম সেতু দেখার পরিকল্পনা থাকলে এই খবর মিস করবেন না!

আজ মুক্তি পাচ্ছে রাম সেতু। 

দিওয়ালি উপলক্ষে আজ মঙ্গলবার মুক্তি পাচ্ছে অক্ষয়ের রাম সেতু। ট্রেড ট্র্যাকারদের ধারণা সিনেমা প্রথম দিনে ১৩-১৬ কোটির ব্যবসা করতে পারে। তবে অক্ষয়ের আগের বছরের দিওয়ালি রিলিজ সূর্যবংশীর প্রথমদিনের আয়ের ধারেকাছেও পৌঁছতে পারবে না!

প্রথা ভেঙে দিওয়ালি উপলক্ষে মঙ্গলবার ২৫ অক্টোবর মুক্তি পাচ্ছে দুটি হিন্দি সিনেমা। যার মধ্যে একটা হল অক্ষয় কুমারের ‘রাম সেতু’, রামায়নের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকায় এই সিনেমার গল্প নিয়ে অনেকেই উৎসাহ দেখিয়েছেন। আশা করা যাচ্ছে এই সিনেমার বক্স অফিস রিপোর্টও অনেকটা ভালো হবে, অন্তত আজ মুক্তি পাওয়া আরও এক সিনেমা ‘থ্যাঙ্ক গড’ থেকে। যাতে রয়েছেন অজয় দেবগন আর সিদ্ধার্থ মলহোত্রা। তবে ট্রেড অ্যানালিসিস্টরা একপ্রকার মেনেই নিয়েছেন যে যতই আশা যোগাক এই ছবি, গত বছরে অক্ষয়ের দিওয়ালি রিলিজ সূর্যবংশীর ধারেকাছে যেতে পারবে না। খুব বেশি হলে সূর্যবংশীর প্রথম দিনের কালেকশনের অর্ধেকের থেকে একটু বেশির ব্যবসা করবে রাম সেতু মুক্তির দিনে। 

মণীশ শর্মা পরিচালিত রাম সেতু-তে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ আর নুসরত ভারুচা। রামায়নে উল্লেখিত রাম সেতু-র পৌরানিক কাহিনির উপর ভিত্তি করেই নির্মাণ হয়েছে এই সিনেমার। এমনিতেই হিন্দুদের মধ্যে দিওয়ালি পালন প্রসঙ্গে মনে করা হয় রাজা রাম যেদিন বনবাস শেষ করে নিজ রাজ্যে ফিরেছিলেন, সেদিন আলোর মালায় সেজে উঠেছিল গোটা অযোধ্যা। বাঙালির এই আবেগকে আরও উসকে দিয়েছে অক্ষয়ের ছবি। 

ট্রেড ট্র্যাকার Sacnilk জানিয়েছেন সোমবার অবধি রাম সেতুর প্রিবুকিং হয়েছে ১.৭ কোটির। আশা করা গিয়েছিল সোমবার রাতে যখন এই প্রি-বুকিং উইন্ডো শেষ হবে ততক্ষণে সেই সংখ্যা ২ কোটি দাঁড়াবে। আর এই হিসেব ধরলে সোমবার দেশ থেকে রাম সেতু ব্যবসা করতে ১২-১৪ কোটির মতো। তবে যদি সকালের শো দেখে দর্শক ভালো রিভিউ দেয় তবে সেই সংখ্যা ১৪-১৬ কোটি অবধিও উঠতে পারে। আর সেই তুলনায় থ্যাঙ্ক গড হয়তো আটকে থাকতে পারে ৯-১১ কোটিতেই। 

তবে দিওয়ালির তুলনায় দেখতে গেলে এই সংখ্যা (১২ কিংবা ১৬ কোটি) নগন্য মাত্র। কারণ কোভিড পরবর্তী পরিস্থিতিতে মুক্তি পেয়ে অক্ষয়েরই সিনেমা সূর্যবংশী ব্যবসা করেছিল প্রথম দিনে ২৬.৫ কোটির। রাম সেতু হয়তো এর অর্ধেক করতে পারবে, বা অর্ধেকের থেকে সামান্য বেশি। কারণ ২০২২ বলিউডের সিনেমার ব্যবসার খতিয়ান ভালো না বললেই চলে। এদিকে অক্ষয় তো নিজেই গোটা বছরে চারখানা (রাম সেতু-কে ছাড়া) ছবি রিলিজ করলেন, একটাও সেভাবে সাফল্য পায়নি। এখন দেখার খিলাড়ি কুমারের খারাপ হাল ‘রামের বাণর সেনা-র হাতে তৈরি সেতু’ দিয়ে ফেরে কি না!

 

বন্ধ করুন