ডিমেনশিয়ায় প্রাথমিক লক্ষণ দেখা গিয়েছে জেঠু রণধীর কাপুরের মধ্যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর। ভাইপোর মন্তব্যের পালটা প্রতিক্রিয়া জানালেন প্রবীণ অভিনেতা। নতুন এক সাক্ষাৎকারে নিজের স্বাস্থ্য সম্পর্কে রণধীর জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি আরও বলেন, রণবীরের 'যা খুশি বলার অধিকার আছে'।
টাইমস অফ ইন্ডিয়া নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের বক্তব্যে হেসে ফেলেন রণধীর। বলেন, ‘এমন কিছুই হয়নি। তেমন কোনও ব্যাপার নয়। কিছু দিন আগেই আমার কোভিড হয়েছে। আমি পুরো সুস্থ আছি। রণবীরের ইচ্ছে; ওর যা খুশি বলার অধিকার আছে। আমি কখনই বলিনি, আমি ঠিক আছি। আসলে রাহুল রাওয়াইলের সঙ্গে গোয়া থেকে ফিরেছি সবে। আমরা গোয়া উৎসবে গিয়েছিলাম।’
‘শর্মাজি নামকিন’-এ ঋষি কাপুরের অভিনয় সম্পর্কে বলতে গিয়ে রণধীর বলেন, ‘সব সময়ের মতো ও সেরাটা করেছে। ও খুব ভালো অভিনেতা ছিল। ছবিটা ভালো হয়েছে।’
বাবা ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নমকিন’-এর প্রচারে ব্যস্ত রণবীর কাপুর। সম্প্রতি এক নতুন সাক্ষাত্কারে বলেছেন, জেঠু রণধীর ঋষি কাপুরের ‘শর্মাজি নামকিন’ ছবিটি দেখেছেন। ছবি দেখে দারুণ পছন্দ করেছেন। এনডিটিভিকে দেওয়া সম্প্রতি সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘ডিমেনশিয়ায় প্রাথমিক পর্যায়ে রয়েছেন জেঠু রণধীর কাপুর। ছবি দেখার পর আমার কাছে এসে বলেন, ছবিতে চিন্টু খুব ভালো অভিনয় করেছে। কোথায় সে? ফোন করো। শিল্প চিকিৎসা অবস্থার সীমানা অতিক্রম করে... এবং গল্প বলার ভালো অংশ। অসাধারণ ভাবে এটিকে ফুটিয়ে তুলেছে।' এই মন্তব্যেরই পালটা প্রতিক্রিয়া দেন রণধীর।
প্রসঙ্গত, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালে প্রয়াত হন ঋষি কাপুর। সেই সময়টা কাপুর পরিবারের তরফে বেশ কঠিন ছিল।
বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে ‘শর্মাজি নামকিন’। ছবিটি ঋষি কাপুরের শেষ ছবি এবং একই চরিত্রে পরেশ রাওয়ালও অভিনয় করেছেন। ঋষি কাপুর যে অংশগুলি শেষ করতে পারেননি সেগুলির জন্য পরেশ শ্যুট করেছিলেন।