দিনটা ছিল ৯ ডিসেম্বর, ক্রিসমাসের ঠিক আগেই আসে রানি মুখোপাধ্যায়, আদিত্য চোপড়া কন্যা ‘আদিরা’র জন্মদিন। আর এবার ৮ এ পা রাখল রানি-আদিত্য কন্যা। আর মেয়ের এই জন্মদিনটা বেশ ঘটা করেই পালন করেন রানি। হাজির ছিলেন বলি পাড়ার অনেক তারকা ও তারকা সন্তানরা। এবারও তার অন্যথা হয়নি। করণ জোহর থেকে আলিয়া ভাট, শিল্পা শেঠি, নেহা ধুপিয়া, নীল নীতিন মুকেশ সহ বহু তারকাই তাঁদের সন্তানদের নিয়ে আদিরার জন্মদিনের পার্টিতে হাজির হন। করিনা না এলেও হাজির ছিল তাঁর দুই ছেলে তৈমুর এবং জেহ, ছিলেন আরও অনেকেই।
সকলেই তো এলেন। ছবিও উঠল। আদিরার জন্মদিনের পার্টিতে বাকি স্টার কিডদের ছবির ছড়াছড়ি। কিন্তু আদিরা গেল কই! কোনও ছবিতেই Birthday Girl-এর দেখা মিলল না। তবে মেয়ের মা রানি পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দিয়েছেন বেশ সেজেগুজেই। ক্রিসমাস স্টাইলে লাল রঙের গাউনে সেজেগুজে দেখা যায় রানিকে। হ্য়াঁ, আদিরার ৮ বছরের জন্মদিনের পার্টির থিম-ই ছিল ক্রিসমাস। সেভাবেই সাজানো হয়েছিল সবকিছু। তবে আফসোস সেই একটাই কোনও সংবাদমাধ্যমের খবরেই আদিরার দেখা নেই।
তবে সত্যিই কি আদিরার জন্মদিনে তাঁর ছবি ওঠেনি? হ্য়াঁ, উঠেছে বৈকি। তবে সেটা একান্তই ব্যক্তিগত, শুধুমাত্র পারিবারের সদস্যদের কাছেই তা রয়েছে। পাপারাৎজি এবারও রানি-আদিত্যকে কথা রেখেছে। এবারও আদিরার কোনও ছবি প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি।
সম্প্রতি Koffee With Karan-এ এসে আদিরার কোনও ছবি প্রকাশ্যে না আসতে দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন রানি মুখোপাধ্যায়। করণ জোহর রানিকে প্রশ্ন করেছিলেন, ‘কেউ কখনও আদিরার একটা ছবিও পাননি। আমি জানতে চাই, আপনি কীভাবে এগুলো সম্ভব করেছেন?’ রানি উত্তরে বলেন, ‘আমি ওঁদের (পাপারাৎজি) বলেছি আমায় মেয়ের ছবি তুলবেন না। ওরা আমার চোখের দিকে তাকায় এবং বেশ ভয় পায়।’
এখানেই শেষ নয়, রানি বলেন, ‘এটা ওরা জানে। আদিরার জন্মের সময় থেকেই। তাই আমি সমস্ত পাপারাৎজি এবং সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই। ওরা সত্যিই আমাকে ভালবাসেন কারণ ওরা আমার ইচ্ছাকে সম্মান দিয়েছেন।’