বাংলা নিউজ > বায়োস্কোপ > Neel-Trina: বাস্তবে তাঁরা জনপ্রিয় দম্পতি, এবার বড় পর্দাতে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা

Neel-Trina: বাস্তবে তাঁরা জনপ্রিয় দম্পতি, এবার বড় পর্দাতে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা

নীল-তৃণা

ছবির গল্পে ‘তিলোত্তমা’ নামে একটি অনাথ আশ্রম চালাতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। আর তৃণাকে দেখা যাবে সিঙ্গল মাদারের চরিত্রে। আর নীল হলে একটি মিউজিক ব্র্যান্ডের গায়ক। ঋতব্রত হলেন অ্যাকাউন্ট্যান্ট, আর রাই কস্টিউম স্টাইলিস্ট। ছবিতে প্রতিটি চরিত্র আলাদাভাবে এগোতে দেখা গেলেও কোথাও গিয়ে সেটা মিশে যাবে।

নীল ও তৃণা। বাস্তব জীবনে তাঁরা জনপ্রিয় জুটি হলেও তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায় নি। তবে এবার সেটাই ঘটতে চলেছে। তাও আবার বড়পর্দায়। তৃণা অবশ্য এর আগে বড়পর্দায় কিছু কাজ করেছেন। তবে নীলকে দেখা যায় নি। 'তিলোত্তমা' ছবিতে তৃণাই নায়িকা। আর নীলও রয়েছেন মুখ্য ভূমিকায়। 

'তিলোত্তমা' ছবিটি পরিচালনা করছেন সৌম্যজিৎ আদক। এর আগে সৌরভ দাস ও দর্শনা বণিক জুটির 'হৃদয়পুর' ছবিটির পরিচালনা করেছেন সৌম্যজিৎ। আর এবার তিনি 'তিলোত্তমা'য় মানুষের একে অপরের উপর ভরসা রাখার গল্প বলবেন। ছবিতে নীল-তৃণা জুটি ছাড়াও রয়েছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, রয়েছেন নবাগতা রাই দাস। তাঁদের প্রত্যেকেরই আলাদা আলাদা জীবনের গল্প থাকছে।

আরও পড়ুন-তাঁরই তো ‘বেকরার করকে’ গানে নাচছেন 'জওয়ান' শাহরুখ, কী বলছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়?

আরও পড়ুন-দিব্যি চলছিল শ্যুটিং আচকাই শক্তি অরোরা দেখলেন সামনে আস্ত একটা অজগর সাপ! তারপর…

আরও পড়ুন-ধর্মেন্দ্রর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না, একসময় ভালোবেসেই তো বিয়ে হয়! মুখ খুললেন হেমা মালিনী

ছবির গল্পে ‘তিলোত্তমা’ নামে একটি অনাথ আশ্রম চালাতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। আর তৃণাকে দেখা যাবে সিঙ্গল মাদারের চরিত্রে। আর নীল হলে একটি মিউজিক ব্র্যান্ডের গায়ক। ঋতব্রত হলেন অ্যাকাউন্ট্যান্ট, যিনি আবার নিজের চাকরি নিয়ে বীতশ্রদ্ধ। আর রাই কস্টিউম স্টাইলিস্ট। ছবিতে প্রতিটি চরিত্র আলাদা আলাদা ভাবে এগোতে দেখা গেলেও কোথাও গিয়ে সেটা মিশে যাবে। তবে একসঙ্গে ছবি করলেও নীলের সঙ্গে একটি ছাড়া নাকি তাঁর আর কোনও দৃশ্য নেই বলেই জানাচ্ছেন অভিনেত্রী তৃণা সাহা। 

নীল-তৃণাকে একসঙ্গে ছবিতে বেছে নেওয়া প্রসঙ্গে পরিচালক সৌম্যজিৎ বলেন তারকা জুটি আসলে তাঁর বন্ধু। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সৌম্যজিৎ জানান নীলের সঙ্গে তিনি এমবিএ পড়তেন। আর তিনি যখন শর্টফিল্ম বানাতেন, তৃণা তাঁকে অ্যাসিস্ট করতেন। তবে চরিত্রগুলোতে ওদের মানাচ্ছে বলেই তিনি তাঁদের বেছেছেন বলে জানান। এদিকে বড়পর্দায় প্রথম নায়িকার ভূমিকায়, তবে মায়ের চরিত্রে অভিনয় নিয়ে তৃণা বলেন, বরাবরই তিনি অন্যরকম চরিত্র করতে চান, আর তাই এটা বেছেছেন। ঋতব্রত গল্পটা ভালো লিখেছে বলেই তিনি ঝুঁকি নিয়েছেন বলে জানান তৃণা সাহা। 

ছবির গল্পে লিভ-ইন রিলেশনে দেখা যাবে ঋতব্রত ও নবাগত রাইকে। এদিকে সম্প্রতি অসুস্থ কাটিয়ে শ্যুটিংয়ে ফিরেছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। এখন তিনি এক্কেবারেই ফিট বলে জানিয়ছেন পরিচালক সৌম্যজিৎ। বুধবারই রয়েছে ছবির শেষদিনের শ্যুটিং। আগামী বছর (২০২৪) এ ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান সৌম্যজিৎ

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সাবেক স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির মায়ের সঙ্গে ঘুমাতে চেয়েছিলেন কানিয়ে ওয়েস্ট। ‘বহুরূপী’র গানে ভাসান ডান্স কৌশানীর! আহিরীটোলায় শশী পাঁজার সঙ্গে খেললেন সিঁদুরও বুমরাহকে ভয়! বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং করবেন না! আগেই বোর্ডকে জানালেন স্মিথ! কলকাতার কোন রুটে কোন বাসের কী হাল? এক অ্যাপেই মিলবে সব প্রশ্নের জবাব! আন্দোলনে থেকেও অরন্ধনে সাড়া দিলেন না অনেকেই, যিনি রাঁধেন তিনি প্রতিবাদও করেন! বহু পুলিশ থাকলেও নারীদের সম্মান রক্ষা করতে পারবে না, পুরুষদের কী বার্তা কল্যাণের অনুরোধ করেও কাজ হল না! সোমবার ম্যাচ খেলল না DHFC…পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ… কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা বাবা সিদ্দিকির ম্যাজিকেই ঘুচেছিল দূরত্ব! শাহরুখ-সলমনকে এক করেও বলেছিলেন… ‘ডেটা লগার’ দিয়ে রোজ চেক করুন সব ঠিকঠাক আছে কিনা, সব জোনকে চিঠি রেল বোর্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.