বাংলা নিউজ > বায়োস্কোপ > Shahrukh-Biswajit-Jawan: তাঁরই তো ‘বেকরার করকে’ গানে নাচছেন 'জওয়ান' শাহরুখ, কী বলছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়?

Shahrukh-Biswajit-Jawan: তাঁরই তো ‘বেকরার করকে’ গানে নাচছেন 'জওয়ান' শাহরুখ, কী বলছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়?

'জওয়ান' বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছবির গান

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানান, শাহরুখের মা নাকি তাঁর (বিশ্বজিতের) অনুরাগী ছিলেন। আর বাবা ছিলেন দীলিপ কুমারের অনুরাগী। আবার শাহরুখ নাকি তাঁর মাকে বলতেন, তাঁকে বেশি ভালো দেখতে। আর তাঁর মা বলতেন বিশ্বজিতের কথা। এই নিয়ে দুজনের নাকি একসময় তর্কও হত।

'বেকরার করকে হামে ইউ না যাইয়ে/ আপকো হামারি কসম লট আইয়ে'। ১৯৬২ সালে মুক্তি পাওয়া সুপার হিট 'বিস সাল বাদ' ছবিতে এই গানেই নেচেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ওয়াহিদা রহমান। ছবির প্রযোজক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। যিনি আবার হেমন্ত কুমার নামে পরিচিত ছিলেন। গানটি গেয়েও ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আজ নতুন করে সেই গান ফিরে এসেছে কিং খান শাহরুখের ছবিতে।

হ্যাঁ, সোমবার মুক্তি পাওয়া 'জওয়ান'-এর প্রিভিউ ভিডিয়োতে মেট্রোর মধ্যে এই গানেই নাচতে দেখা গিয়েছে টাক মাথার শাহরুখ খানকে। আর তাতে নস্টালজিক হয়ে পড়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেতা বিশ্বজিৎ। আনন্দবাজারকে মুম্বই থেকে ফোনে এবিষয়ে বেশকিছু কথা বলেছেন তিনি। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শাহরুখের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের আলাপ। এমনকি কিং খানের সঙ্গে প্রথম আলাপের বিষয়েও কথা বলেছেন তিনি।

বিশ্বজিৎ জানান, শাহরুখের মা নাকি তাঁর (বিশ্বজিতের) অনুরাগী ছিলেন। আর বাবা ছিলেন দীলিপ কুমারের অনুরাগী। আবার শাহরুখ নাকি তাঁর মাকে বলতেন, তাঁকে বেশি ভালো দেখতে। আর তাঁর মা বলতেন বিশ্বজিতের কথা। এই নিয়ে দুজনের নাকি একসময় তর্কও হত।

আরও পড়ুন-'একদিন খালি পেটেও ঘুমিয়েছি ভাই, এখন পারিশ্রমিক কমাতে পারব না', সাফ জানান গজরাজ

আরও পড়ুন-মাথা ন্যাড়া, মেট্রোয় 'জওয়ান'-এর নাচ, প্রিভিউ দেখে শাহরুখের কাছে নতজানু সুজয় ঘোষ, বাকিরা কী বলছেন?

আরও পড়ুন-ধর্মেন্দ্রর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না, একসময় ভালোবেসেই তো বিয়ে হয়! মুখ খুললেন হেমা মালিনী

'জওয়ান'-এর প্রিভিউ ভিডিয়ো মনে ধরেছে অনেকেরই। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নানান কথা লিখেছেন। তবে বিশ্বজিতের কথায়, ‘ছবিতে ওই গানটা কতটা থাকবে আমি জানি না। তবে শাহরুখ আবারও ওঁর কাছে দর্শকদের ফেরার কথা বলছেন। কারণ গানের কথাগুলি সেটাই বলে। শাহরুখের এই প্রয়াস প্রশংসনীয়। স্মতিমেদুর হয়ে পড়েছি।’ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, মায়ের দৌলতে এধরনের গান শুনে বড় হয়েছেন বলেই হয়ত শাহরুখ আবারও এই গানগুলি নতুন ভাবে ফিরিয়ে দিচ্ছেন। পাশাপাশি শাহরুখের লুকেরও প্রশংসা করেছেন বিশ্বজিৎ।

পুরনো কথা মনে করে বিশ্বজিৎ বলেন, একসময় হেমন্ত মুখোপাধ্যায় তাঁকে মুম্বই নিয়ে এসেছিলেন। ‘বিস সাল বাদ’ ছবির পর তিনি সুপারস্টার হয়ে যান। সেসময় মঞ্চে উঠলেই তাঁকে নাকি দর্শকা এই গানটা গাইতে বলতেন।

প্রসঙ্গত আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। ইতিমধ্যেই ছবি প্রিভিউ ভিডিয়োতে মজে রয়েছেন সিনেমাপ্রেমীরা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.