'বেকরার করকে হামে ইউ না যাইয়ে/ আপকো হামারি কসম লট আইয়ে'। ১৯৬২ সালে মুক্তি পাওয়া সুপার হিট 'বিস সাল বাদ' ছবিতে এই গানেই নেচেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ওয়াহিদা রহমান। ছবির প্রযোজক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। যিনি আবার হেমন্ত কুমার নামে পরিচিত ছিলেন। গানটি গেয়েও ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আজ নতুন করে সেই গান ফিরে এসেছে কিং খান শাহরুখের ছবিতে।
হ্যাঁ, সোমবার মুক্তি পাওয়া 'জওয়ান'-এর প্রিভিউ ভিডিয়োতে মেট্রোর মধ্যে এই গানেই নাচতে দেখা গিয়েছে টাক মাথার শাহরুখ খানকে। আর তাতে নস্টালজিক হয়ে পড়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেতা বিশ্বজিৎ। আনন্দবাজারকে মুম্বই থেকে ফোনে এবিষয়ে বেশকিছু কথা বলেছেন তিনি। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শাহরুখের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের আলাপ। এমনকি কিং খানের সঙ্গে প্রথম আলাপের বিষয়েও কথা বলেছেন তিনি।
বিশ্বজিৎ জানান, শাহরুখের মা নাকি তাঁর (বিশ্বজিতের) অনুরাগী ছিলেন। আর বাবা ছিলেন দীলিপ কুমারের অনুরাগী। আবার শাহরুখ নাকি তাঁর মাকে বলতেন, তাঁকে বেশি ভালো দেখতে। আর তাঁর মা বলতেন বিশ্বজিতের কথা। এই নিয়ে দুজনের নাকি একসময় তর্কও হত।
আরও পড়ুন-'একদিন খালি পেটেও ঘুমিয়েছি ভাই, এখন পারিশ্রমিক কমাতে পারব না', সাফ জানান গজরাজ
'জওয়ান'-এর প্রিভিউ ভিডিয়ো মনে ধরেছে অনেকেরই। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নানান কথা লিখেছেন। তবে বিশ্বজিতের কথায়, ‘ছবিতে ওই গানটা কতটা থাকবে আমি জানি না। তবে শাহরুখ আবারও ওঁর কাছে দর্শকদের ফেরার কথা বলছেন। কারণ গানের কথাগুলি সেটাই বলে। শাহরুখের এই প্রয়াস প্রশংসনীয়। স্মতিমেদুর হয়ে পড়েছি।’ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, মায়ের দৌলতে এধরনের গান শুনে বড় হয়েছেন বলেই হয়ত শাহরুখ আবারও এই গানগুলি নতুন ভাবে ফিরিয়ে দিচ্ছেন। পাশাপাশি শাহরুখের লুকেরও প্রশংসা করেছেন বিশ্বজিৎ।
পুরনো কথা মনে করে বিশ্বজিৎ বলেন, একসময় হেমন্ত মুখোপাধ্যায় তাঁকে মুম্বই নিয়ে এসেছিলেন। ‘বিস সাল বাদ’ ছবির পর তিনি সুপারস্টার হয়ে যান। সেসময় মঞ্চে উঠলেই তাঁকে নাকি দর্শকা এই গানটা গাইতে বলতেন।
প্রসঙ্গত আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। ইতিমধ্যেই ছবি প্রিভিউ ভিডিয়োতে মজে রয়েছেন সিনেমাপ্রেমীরা।